চট্টগ্রাম রেঞ্জে পুলিশের ২৫ কর্মকর্তাকে সেরা কাজের স্বীকৃতি

0

চট্টগ্রাম,সিটি নিউজ :  বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের সেরা কাজের স্বীকৃতিস্বরূপ ২৫ জন পুলিশ কর্মকর্তাকে সম্মাননা স্মারক দেয়া হয়েছে। গত ২০ অক্টোবর রোববার সকালে খুলশীর রেঞ্জ কার্যালয়ে ডিআইজি খন্দকার গোলাম ফারুক মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা তুলে দেন।

গত সেপ্টেম্বর মাসে অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, আলোচিত মামলার রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার, পরোয়ানা তামিল এবং কোর্ট প্রসিকিউশন মামলাসহ সার্বিক বিবেচনার স্বীকৃতিস্বরূপ ১৬টি ক্যাটাগরিতে এসব পুলিশ কর্মকর্তাকে নির্বাচিত করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা। আগস্ট মাসে মামলা তদন্তে সাফল্য অর্জনকারী হিসেবে সম্মাননা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ আলমগীর।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিভিন্ন থানার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে কুমিল্লার বুড়িচং থানা। সংশ্লিষ্ট থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাসকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কোর্ট পরিদর্শক হয়েছেন চট্টগ্রাম সদর কোর্ট পুলিশ পরিদর্শক সুব্রত ব্যানার্জী। শ্রেষ্ঠ ডিবি ইউনিটের মধ্যে প্রথম নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা ও দ্বিতীয় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা। শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা হয়েছেন নোয়াখালীর এসআই মো. সাঈদ মিয়া।

শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া, নোয়াখালীর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন, কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান, রাউজান থানার এসআই মেহের আলী, চকরিয়া থানার এসআই প্রিয়পাল ঘোষ ও সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম। শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. মামুন অর রশিদ ও চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুর রব।

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হয়েছেন রামু থানার এসআই মো. সোহেল রানা, অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারকারী অফিসার বুড়িচং থানার এসআই মো. শাহীন কাদির, শ্রেষ্ঠ ডিএসবি ওয়াচার হিসেবে প্রথম কক্সবাজারের ওয়াচার কনস্টেবল মো. সাদ্দাম হোসেন ও দ্বিতীয় কুমিল্লার ডিআইও এসআই মো. আবুল খায়ের। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হয়েছেন নোয়াখালীর সুধারাম মডেল থানার এসআই সাইফুল ইসলাম, দ্বিতীয় বুড়িচং থানার এসআই মো. শাহীন কাদির ও রাউজান থানার এসআই মো. ইব্রাহিম খলিল।

শ্রেষ্ঠ এএসআই হয়েছেন নোয়াখালীর সুধারাম মডেল থানার এএসআই সালাহ উদ্দিন ও ফটিকছড়ি থানার এএসআই মো. নুরুল হাকিম। শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট কুমিল্লা জেলা ট্রাফিক ও চট্টগ্রাম জেলা ট্রাফিক। এছাড়া স্ব-স্ব ইউনিটের পুলিশের টিআই (প্রশাসন) মো. কামাল উদ্দিন ও টিআই (প্রশাসন) মীর নজরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং মনোনীত সদস্য হয়েছেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. আব্দুল মালেক।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ, এবিএম মাসুদ হোসেন (কঙবাজার), মোহাম্মদ জাকির হোসেন মজুমদার (বান্দরবান), মো. আহমার উজ্জামান (খাগড়াছড়ি), মো. আলমগীর কবীর (রাঙামাটি), খোন্দকার নুরুন্নবী (ফেনী), চট্টগ্রামের আর আর এফ কমান্ড্যান্ট এম এ মাসুদ হোসেন, রেঞ্জ অফিসের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মাহমুদা বেগম, সহকারী পুলিশ সুপার মান্না দে, সহকারী পুলিশ সুপার আকলিমা আক্তার প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.