সিলিন্ডার বিস্ফোরণে চারজনের মৃত্যু

0

সিটি নিউজ ডেস্ক :  রাজধানীর রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রথমে চারজনের মৃত্যু হয় পরে আরেকজনের মৃত্যু মোট পাচঁজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা যায় নিহতদের মধ্যে তিনজন ছাত্র এবং একজন ছাত্রী।

রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রূপনগর আবাসিকের ১১ নম্বর রোডে বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে।

আনিসুর রহমান নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, বেলা সাড়ে তিনটার দিকে রূপনগর আবাসিক এলাকার শেষ সীমানায় সাইকেলে করে বেলুন ফোলানোর সিলিন্ডার নিয়ে একজন বেলুন বিক্রি করছিলেন। এসময় অনেক শিশু ও নারী আশপাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বিস্ফোরণে তাদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় এক নারীর ডান হাত উড়ে যায়। এছাড়া বেলুন বিক্রেতাসহ আরো তিনজন গুরুতর আহত হন।

ফায়ারসার্ভিস সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ রাসেল বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.