যুবকদের কৃষিকাজে এগিয়ে আসতে হবে : সালাম

0

সিটি নিউজ :  চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, পারিবারিক কৃষিকাজে এদেশের যুবকদের এগিয়ে আসতে হবে।

চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে বুধবার ৩০ অক্টোবর বিকেল তিন টায় সংশপ্তক, খাদ্যনিরাপত্তা নেটওয়ার্ক-খানি ও একশনএইড বাংলাদেশের যৌথ উদ্যেগে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় পারিবারিক কৃষি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরের মন্তব্য করেন।

সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

প্রধান অতিথি আরো বলেন, কৃষিকাজে উন্নয়নের ধারাবাহিকতা দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হয়েছে। কৃষিকাজের সাথে সাথে পারিবারিকভাবে বাড়ির আঙিনায় সবজি চাষ করার উপকারিতা, পারিবারিকভাবে কৃষির উন্নয়নে পরিবারের ভূমিকা অনেক বেশী এবং উপকারিতা ও পুষ্টিগুণও অনেক বেশী।

তিনি কৃষিতে কর্মরত উন্নয়ন সংস্থাকে সহায়তা করার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ সরকার সকলের জন্য খাদ্য নিশ্চিত করতে সরকার ‘ভিশন ২০২১’ গ্রহণ করে। বাংলাদেশের মানুষের কাছে সমতলের কৃষি কী পাহাড়ি এলাকার জুমচাষ এক পারিবারিক নির্মাণ, কোনো একক বা বিচ্ছিন্ন বিষয় নয়।

সংশপ্তকের প্রোগ্রাম ম্যানেজার জয়নাব বেগম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কর্মকর্তা জাহান উদ্দিন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা এসএম কামরুল হাসান চৌধুরী, বিএডিসি, চট্টগ্রাম এর উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার দাশ, সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর আবিদা আজাদ ও কৃষিবিদ রফিকুল ইসলাম, পূর্বা এর সভাপতি বিজয় চক্রবর্তী, কৃষক প্রতিনিধি আবু তাহের, হাসান মনসুর ও স্বরূপানন্দ চক্রবর্তী, নিরাপদ নেটওয়ার্ক -খানির নির্বাহী সদস্য অগ্রদূত দাশগুপ্ত। এছাড়া ঘাসফুল, অগ্রযাত্রা, যুগান্তর, ব্রাইট বাংলাদেশ ফোরাম, ক্যাব , সংস্কৃতি কর্মী, যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.