কক্সবাজার ঈদগাঁহকে থানায় উন্নীত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

0

সিটি নিউজ ডেস্ক :  কক্সবাজারের জনগুরুত্বপূর্ণ বানিজ্যিক এলাকা বৃহত্তর ঈদগাঁহকে থানায় উন্নীত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শোকরানা মিলাদ মাহফিল, আলোচনা সভা,বিশাল মেজবান ও ঈদগাঁহ উৎসবের আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি কক্সবাজারের ঈদগাঁহকে থানায় উন্নীত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অচিরেই বৃহত্তর ঈদগাঁহকে উপজেলায় উন্নীত করা হবে।

এমপি কমল বলেন, ঈদগাঁহর জনগণ অল্প কিছুদিনের মধ্যেই সরকারী সেবা পেতে শুরু করবে। ঈগাঁহবাসীকে আর ৪০ কিঃমিঃ দুরে কক্সবাজার সদর থানায় গিয়ে কষ্ট করতে হবেনা। ঈদগাঁহবাসী সমস্যা এখন ঈদগাঁহতেই সমাধান করতে পারবেন। তিনি বলেন, ঈদগাঁহকে থানা ও উপজেলায় উন্নীত করার বিষয়টি তাঁর নির্বাচনী অঙ্গীকার ছিল। আজ সেই অঙ্গীকার- ঈদগাঁহর গণমানুষের দাবী পূরণ করতে পেরে তিনি সর্বশক্তিমান আল্লাহতা’য়ালার প্রতি শোকরিয়া জ্ঞাপন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে কউক চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ কক্সবাজারের অন্যতম বানিজ্যিক উপ-শহর ঈদগাঁহকে থানায় উন্নীতকরনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বৃহত্তর ঈদগাঁহবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ঈদগাঁহকে থানায় উন্নীত করনে সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব হেলাল উদ্দিন আহমদসহ সহযোগীতাকারি সকল নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আগামী ৭ ডিসেম্বর ঈদগাহ আদর্শ উ”চ বিদ্যালয় মাঠে শোকরানা সভা, মিলাদ মাহফিল, ৫০টি গরুর মেজবান ও ঈদগাহ উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: আবু তালেব, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ডা. সাইফুদ্দিন ফরাজী, কক্সবাজার জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ছিদ্দিক, সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম, সাবেক চেয়ারম্যান নুরুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা অধ্যাপক ফিরোজ আহমদ, ঈদগাঁহ ফরিদ আহমদ কলেজের অধ্যক্ষ (ভার.)অধ্যাপক মোস্তফা কামাল, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন তাহের চৌধুরী হিমু, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু, সদর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, ঈদগাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, ইসলামাবাদ আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন জয়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, ইসলামপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, পোকখালী আওয়ামী লীগের সভাপতি মোজাহের আহমদ, জালালাবাদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. মমতাজুল ইসলাম খাঁন, আওয়ামী লীগ নেতা দিদারুল ইসলাম মেম্বার, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুল হক, সদর উপজেলা স্বে”ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নুরুল আলম, ঈদগাহ যুবলীগের সভাপতি এনাম রণি, ঈদগাহ জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাহবুবুল আলম মাহবুব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ঈদগাহ কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন, যুবলীগ নেতা জামিল উদ্দিন, জমির উদ্দিন সাম, রাশেল উদ্দিন রাশেল, আওয়ামী লীগ নেতা মোজাহের আহমদ, ছাত্রলীগ নেতা আবুহেনা বিশাদ, ইরফানুল করিম, ঈদগাহ রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, ঈদগাহ ফরিদ আহমদ কলেজ ছাত্রলীগের আহবায়ক আব্দুর রহমান, মুক্তিযোদ্বা সন্তান নুরুল হাকিম নুকি, মিডল কক্স ইউনাইটেডের সভাপতি কাফি আনোয়ার প্রমুখ নেতৃবৃন্দ। ঈদগাঁহ সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নব অনুমোদিত ঈদগাহ থানার বিভিন্ন শ্রেণী পেশার জনগণ উপ¯ি’ত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.