শুদ্ধি অভিযানে কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না- ডিআইজি আবুল ফয়েজ

0

সিটি নিউজ,চট্টগ্রাম : ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা আজ বাস্তবায়নের পথে। অপরাধ করলে কোন পার পাওয়া যাবে না। অপরাধীর কোন ছাড় নাই। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশজুড়ে বর্তমানে শুদ্ধি অভিযান চলছে। এ শুদ্ধি অভিযানে জুয়ারী, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিপরায়ণ সন্ত্রাসীরা একের পর এক ধরা পড়ছে। দলমত নির্বিশেষে শুদ্ধি অভিযানের মাধ্যমে দেশ গড়ার এ মিশনে প্রশাসনকে সহযোগিতা করুন। সবার সহযোগিতা পেলে পুলিশ প্রশাসনও এগিয়ে যাবে। তাই সর্বস্তরের জনতার প্রতি আহ্বান, অপরাধীর সঙ্গ ছাড়ুন,প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, দেশ গড়ার মিশনে শামিল হোন।

তিনি আরো বলেন, শিক্ষার আলো অজ্ঞতার অন্ধকার দূর করে।চন্দনাইশের ঐতিহ্যবাহী বরকল ছালামতিয়া আলিম মাদ্রাসা আদর্শিক নাগরিক তৈরি করছে, আলো ছড়াচ্ছে । এ মাদ্রাসা শিক্ষার্থী দেশ জুড়ে মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ বিনির্মাণে ভূমিকা রাখছে। আমার শৈশব-কৈশোর কেটেছে এ মাদ্রাসায়। জীবনে এগিয়ে যাওয়ার পথে এটি আমার টার্নিং পয়েন্টও বলা যায়। বর্তমানে এ প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। অদ্য ৩১ অক্টোবর সকাল ১০ টায় চট্টগ্রাম খুলশিস্থ ডিআইজি অফিসে বাংলাদেশ পুলিশের নব নিযুক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে বরকল ছালামতিয়া মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদ প্রাশিপ এবং মাদ্রাসার গভর্ণিং বডির যৌথ আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাশিপ সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী। সাংগঠনিক সম্পাদক জি.এম শাহাদত হোসাইন মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন – মুহাম্মদ শওকত হোসেন ফিরোজ, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মনছুরুল আলম, মাওলানা হাফেজ নিজামুদ্দীন মুহাম্মদ আবু বক্কর,মুহাম্মদ আকতার ফারুক ও সাংবাদিক গোলাম সরওয়ার।

উপস্থিত ছিলেন – মুহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী, লায়ন মুহাম্মদ সেলিম উদ্দীন শিকদার, হাজী মুহাম্মদ ফেরদৌস আলম, মুহাম্মদ গিয়াস উদ্দীন সিদ্দিকী, মাওলানা দিদারুল আলম চৌধুরী, হাফেজ মুহাম্মদ ছিবগতুল্লাহ চৌধুরী, কাজী মুহাম্মদ আজিজুল হক, আলহাজ্ব মুহাম্মদ সাঈদ ইবনে খায়ের, মুহাম্মদ আবদুর রহমান, মুহাম্মদ মোজাম্মেল হক, মাস্টার মুহাম্মদ এনামুল হক, মাওলানা মঈনুদ্দীন কাদেরী, মাওলানা মফিজুল্লাহ, মুহাম্মদ আরকান, মুহাম্মদ আবদুল মুবিন, মুহাম্মদ আবদুল আলিম, মুহাম্মদ ফরিদুল আলম ভূইয়া, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী, মুহাম্মদ আবু সালেহ, হাফেজ মুহাম্মদ সেকান্দর ইসলাম, মুহাম্মদ আবদুল মান্নান চৌধুরী, মুহাম্মদ বেলাল উদ্দীন চৌধুরী হিরু, হাফেজ মুহাম্মদ মঈনুদ্দীন খান, মুহাম্মদ হাসমত আলী, মুহাম্মদ ইমরান হোসেন, হাসনাইন রেজা হাসিব, জয়নাল আবেদীন এরশাদ, ওসমান শাহাদাৎ, মুহাম্মদ তারেক, মুহাম্মদ রেজাউল কবির রাজু, দেলোয়ার হোসেন মানিক প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.