বন্দর নতুন মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক মো. ইউনুছ সংবর্ধিত
সিটি নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর হালিশহরে “নিয়মিত ব্যায়াম করুন, নিজেকে ও পরিবারকে সুস্থ রাখুন” স্লোগানে প্রতিষ্ঠিত হয় রানার অ্যাসোসিয়েট।রানার অ্যাসোসিয়েট ক্লাবের সদস্য মো. ইউনুছ বন্দর নতুন মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটি-২০১৯ বিনা প্রতিদ্বন্ধীতায় পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রানার অ্যাসোসিয়েট ক্লাব পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্লাবের সভাপতি নাবিল ও সাধারণ সম্পাদক ইকবাল।এ সময় উপস্থিত ছিলেন সদস্য তপন, মান্নান, বকুল প্রমুখ।
আলোচনা সভায় অতিথিরা বলেন,পূর্ণাঙ্গ ক্লাব ঘর করে রানার অ্যাসোসিেয়ট লিমিটেড করা রানারদের উদ্দ্যেশ্য। সেই সাথে আছে সামাজিক কর্তব্য পালন করাত দৃঢ় সংকল্প। চট্টগ্রাম শহরে অনেক সকালের-বিকালের জগিং সমিতি/গ্রুপ আছে। এই সব সমিতি/গ্রুপ এর সাথে সামাজিক সচেতন সাদা মনের মানুষগুলো জড়িত। সুন্দর সমাজ গড়তে আমাদের সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।