বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন জাতীয় দলের ফুটবলাররা

0

সিটি নিউজ ডেস্ক : অল্পের জন্য ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবল খেলোয়াড়রা।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে রোববার (৩ নভেম্বর) রাতে ওমানের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ ফুটবল দল। বিমানের বিজি ০২১ ফ্লাইটে যাওয়ার কথা ছিল তাদের। রাত সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম শেষ হওয়ারও দুই ঘণ্টা পরে বিমান ছাড়ে। যান্ত্রিক ত্রুটির বিমানটি সময়মত ছেড়ে যায়নি।

তবে সমস্যাগুলো সমাধান করে বিমানটি আকাশে ওড়ার পরও শুরু হয় আরেক দফা যান্ত্রিক ত্রুটি। আকাশে ওড়া অবস্থাতেই বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয় বিমানে।

প্রায় এক ঘণ্টা আকাশে ওড়ার পর বাধ্য হয়ে পাইলট বিমানটি ঢাকায় ফেরত নিয়ে আসে। বাংলাদেশ দলের সব ফুটবলার ও কর্মকর্তারা সুস্থ আছেন। তবে এ সময় আতঙ্কিত হয়ে পড়েন জাতীয় দলের ফুটবলাররা। অনেকেই ভয়ে কান্নাকাটি শুরু করে দেন।

সোমবার (৪ নভেম্বর) সকালে আরেকটি ফ্লাইটে ওমানের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

বাংলাদেশ দল আগামী ১৪ নভেম্বর ওমানের আল সিব স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ ম্যাচ খেলবে। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই এত আগে ওমান যাওয়া বাংলাদেশের।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.