ঘুষের টাকাসহ কর কর্মকর্তা রেজাউল করিমকে আটক করল দুদক

0

সিটি নিউজঃ চট্টগ্রাম নগরীর আগ্রবাদের কর অঞ্চল ২, সার্কেল ৩১-এর কার্যালয় থেকে ঘুষ নেয়ার সময় আয়কর পরিদর্শক মো. রেজাউল করিমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় পরিদর্শক মো. রেজাউল করিমের টেবিলের ড্রয়ার থেকে নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক লুৎফুল কবীর চন্দন।

দুদক সূত্রে জানা গেছে, নগরীর পাঁচলাইশ থানা এলাকার জনৈকা সায়মা আক্তার নামে এক বাড়ি মালিকের কাছ থেকে কয়েকদিন ধরে ঘুষ দাবি করে আসছিলেন রেজাউল করিম। সায়মা এ বিষয়ে দুদককে অবহিত করেন।

দুদক কর্মকর্তারা সায়মার মাধ্যমে ঘুষ দিয়ে তাকে আটকের ফাঁদ পাতেন। সেই ফাঁদে পা দিয়ে হাতেনাতে ধরা পড়েছেন আয়কর বিভাগের এই কর্মকর্তা।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.