রাষ্ট্রীয় মর্যাদায় সাংবাদিক জামাল উদ্দিনের দাফন সম্পন্ন

0

সিটি নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা,সাংবাদিক জামাল উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।আজ মঙ্গলবার (১২নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ইয়াছিন পাড়া আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়।মৌলানা কাজী নাছির উদ্দিন মরহুমের জানাযা নামাজে ইমামতি করেন।

জানাযা নামাজে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌসিফ আহমদ, এসআই গোলাম কিবরিয়া, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর উপস্থিত ছিলেন ।

জানাযার পূর্বে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ওমর ফারুক চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুক্তিযুদ্ধের গ্রুপ কমান্ডার মুস্তাফিজুর রহমান চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার সময় পুরান থানা রোড সংলগ্ন ভাড়া বাসায় মুক্তিযোদ্ধা সাংবাদিক মো. জামাল উদ্দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)।তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মা, স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক জামাল উদ্দিন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী ইয়াছিনের পাড়ার মৃত আবদুস ছাত্তারের পুত্র। জামাল উদ্দিনের একমাত্র পুত্র অমিত হাসান জীবন জানান, আমার বাবা দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় আমতলী ইয়াছিনের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

এদিকে সাংবাদিক জামাল উদ্দিন উদ্দিন দীর্ঘদিন দৈনিক আজাদীর লোহাগাড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি লোহাগাড়া প্রেসক্লাব ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। জামাল উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকসহ আজাদী পরিবারের সকলে। এছাড়া শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী,নিউজপোর্টাল সিটি নিউজ(ctnewsbd.com) পরিবার, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,চন্দনাইশ প্রেস ক্লাব ও পটিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.