বান্দরবান পৌরসভা প্রাথমিক বিদ্যালয়ে পি.ই.সি পরীক্ষার্থীদের বিদায়
সিটি নিউজ ডেস্ক : বান্দরবান পৌরসভা প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে পি.ই.সি পরীক্ষার্থীদের বিদায় দোয়া অনুষ্ঠানে আমাদের আলোকিত সমাজ বান্দরবান শাখার উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালণা পরিষদ সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র মং নই চিং এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোটারিয়ান মো: কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর শই এইচিং আলোচনায় অংশ নেন শিক্ষক তিং মোইয়া, আয়শা বেগম, ডনো প্রুরূ, আমাদের আলোকিত সমাজ বান্দরবান আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব শাহিনুর ইসলাম, নিজাম উদ্দিন বাবু, ইব্রাহিম হোসেন, পারভেজ প্রমুখ।