পাসপোর্টের পুলিশ ক্লিয়ারেন্স তথ্য এসএমএস’র মাধ্যমে জানাবে সিএমপি

0

সিটি নিউজ,চট্টগ্রাম :  পাসপোর্ট ভেরিফিকেশন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সহ অন্যান্য ভেরিফিকেশন সেবা অত্যন্ত দ্রুত ও স্ব”ছতার মাধ্যমে সম্পন্ন করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। পাসপোর্ট ভেরিফিকেশন ও পুলিশ ক্লিয়ারেন্স অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা হলেও ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার তথ্যটি সঠিক সময়ে না জানার কারণে বিলম্ব সম্মন্ধে ভুল ধারণার সৃষ্টি হয়।

সকল ক্ষেত্রে হয়রানী ও অহেতুক বিলম্ব নির্মূল করার জন্য ভেরিফিকেশন সমাপ্ত হলে সেই তথ্যটি সরাসরি প্রার্থীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। এতে পাসপোর্ট আবেদনকারী জানবেন কোন তারিখে এবং কোন স্মারকে তার ভেরিফিকেশন প্রতিবেদন সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রেরণ করা হয়েছে এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদনকারী জানবেন তার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারির জন্য প্রস্তুত। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিএমপি এসএমএস বার্তা প্রেরণের এই উদ্যোগ গ্রহণ করেছে। বিজ্ঞপ্তি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.