পেঁয়াজবাহী কার্গো শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছে

0

সিটি নিউজ ডেস্কঃ অবশেষে কার্গো বিমানে করে মিসর, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ ঢাকা বিমান বন্দরে পৌঁছেছে।

আজ বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে পেঁয়াজবাহী একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের কার্গো শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, আমদানিকৃত পেঁয়াজ খালাস করার জন্য বিমানবন্দরে একটি টিম প্রস্তুত আছে। সম্পূর্ণ ফ্রিতে এসব পেঁয়াজের চালান খালাস করা হবে বলে জানা গেছে। এছাড়া এসব পেঁয়াজে কোনো ধরনের শুল্ক চার্জ ধরা হবে না।

এরআগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, আমদানি করা পেঁয়াজ মঙ্গলবার আসার কথা ছিল। পেঁয়াজ লোডিংয়ে সমস্যা হওয়ায় ২৪ ঘণ্টা পিছিয়েছে। বিমানে আনা পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে।

এক্ষেত্রে সরকার ভর্তুকি দেবে। পেঁয়াজবাহী বিমান দেশে পৌঁছলেই চার-পাঁচশ ট্রাকের মাধ্যমে সারা দেশে বিক্রি শুরু হবে। যাতে সব জায়গায় দামটা কমে যায়।

আজ বুধবারও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরকারের ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি অব্যাহত ছিল। টিসিবির ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে সাধারণ ক্রেতার উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। চট্টগ্রাম মহানগরীর ৬ টি স্থানে পেঁয়াজ বিক্রি হচ্ছে টিসিবির মাধ্যমে।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.