কোর্টের বারান্দায় হাজিরা নয়, ফয়সালা হবে রাস্তায়ঃ গয়েশ্বর

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পুলিশকে উদ্দেশ্য করে বলেছেন, আমার মৃত্যুই যখন আমি রোধ করতে পারব না, তখন জেলখানার ভয় দেখাবেন না। মামলা যত পারেন দেন, মামলার ভয় করি না।

আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ সব কথা বলেছেন।

গয়েশ্বর বলেন, যত মামলা দেন, আর কোনো কোর্টের বারান্দায় হাজিরা না। যা ফয়সালা হবে, রাস্তায় ফয়সালা হবে।

তিনি বলেন, আমি কালকেও মারা যেতে পারি। কিছুক্ষণ পরেও মারা যেতে পারি। আমার মৃত্যু অনিবার্য। আন্দোলন আমাদের করতে হবে। এটি আমাদের সাংগঠনিক অধিকার। আমরা সভা-সমাবেশ করব। অন্যায়ের প্রতিবাদ করব। এই রাজপথ সরকারকে ইজারা দেয়া হয়নি। এই রাজপথ জনগণের।

কারাবন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে গয়েশ্বর বলেন, খালেদা জিয়ার জামিনের জন্য করুনানির্ভর থাকার প্রয়োজন নেই। জামিনের জন্য কোর্টের বারান্দায় যাওয়া খালেদা জিয়াকে অপমান করা। প্যারোলেও জামিনের দরকার নেই। রাজপথেই ফয়সালা হবে খালেদা জিয়ার মুক্তি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.