সাতছড়িতে রকেট লঞ্চার ও বিস্ফোরক উদ্ধার

0

সিটি নিউজ ডেস্ক :  হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চারের শেল ও বেশকিছু বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার বেলা ১টা ৪০ মিনিটে র‌্যাব-৭ এর সিও লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বিষয়টি নিশ্চিত জানান।

তিনি জানান, শুক্রবার র‌্যাব-৭ এই অভিযান পরিচালনা করে। উদ্যানের ভেতরে গহীন জঙ্গল থেকে ১৩টি রকেট লঞ্চার ও বেশ কিছু বিস্ফোরক জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

গত বছর ৩ ফেব্রুয়ারি ওই বনে অভিযান চালিয়ে ১০টি ট্যাংক বিধ্বংসী রকেট উদ্ধার করে র‌্যাব।

তার আগে ২০১৪ সালের ৩ জুন, ২৯ অগাস্ট, ২ ও ১৭ সেপ্টেম্বর এবং ১৬ অক্টোবর সেখানে পাঁচ দফা অভিযান চালায় র‌্যাব। এর মধ্যে ১৬ সেপ্টেম্বরের অভিযানে ত্রিপুরা পল্লীর একটি বাড়ির ছাগল রাখার ঘরের নিচে একটি বাঙ্কার থেকে ১৪ বস্তা গোলাবারুদ উদ্ধার করা হয়।

এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় তিনটি মামলা হলেও কোনো আসামির খোঁজ না পেয়ে চুনারুঘাট থানার পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়। ২০১৬ সালের ১৫ জুন ওই বনে আরও একবার অভিযান চালানো হলেও তখন কিছু পায়নি র‌্যাব।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.