সীতাকুণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৮ লক্ষ টাকা

0

সীতাকুণ্ড প্রতিনিধিঃ  সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বশরতনগর এলাকায় আগুনে ৭টি টিনের বসতিঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ রবিবার (২৪ নভেম্বর) ভোররাতে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে ধারনা করছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস। ঘটনায় আনুমানিক ক্ষয়ক্ষতি ৮ লাখ টাকা হয়েছ বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে মুরাদপুর ইউপির বশরত নগর এলাকায় নজির আলী সেরাং বাড়ীতে আগুন লাগে। এসময় চারদিকে মানুষ ছুটে এসে যে যার মত আগুন নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আবুল কাশেম, বাহার উদ্দীন, গিয়াস উদ্দীন, কাইয়ুম খান, নিজাম উদ্দীন, নুরুল আলম, শাহ আলমের ৭ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার কসরব হোসেন জানান, আগুনে ৭টি ঘর পুড়ে গেছে। আগুনে আনুমানিক ৭/৮ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। রান্নার চুলার আগুন থেকে সূত্রপাত হতে পারে বলে ধারনা করছি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.