নবীপ্রেম ঈমানের অনিবার্য দাবি- হুজ্জাতুল মুবাল্লীগ

0

সিটি নিউজ,চন্দনাইশ :   চট্টগ্রাম জেলার চন্দনাইশ উত্তর বরকলে আঞ্জুমান-এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরী ও সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ বরকল শাখা কমিটির উদ্যোগে ২য় বারের মত মুরব্বীদের ঈছালে সওয়াব উপলক্ষে মাহফিল পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার (২২নভেম্বর) বাদে মাগরিব হতে উত্তর বরকল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

মাহফিলে মেহমানে আলা হিসেবে তশরীফ আনেন আওলাদ-এ মোস্তফা (দঃ ) মুর্শিদ-এ বরহক্ব হুজুর গাউছে দাওরান হযরত আলহাজ্ব শাহ্সূফি মাওলানা শেখ সৈয়দ ফরমান উল্লাহ্ সুলতানপুরী- সাজ্জাদানশীন সাতগাছিয়া দরবার শরীফ, পটিয়া, সুলতানপুর শাহী দরবার শরীফ, রাউজান, চট্টগ্রাম।

সম্মানিত বিশেষ অতিথি হিসেবে তাশরীফ আনেন আওলাদ-এ মোস্তফা (দঃ), শায়খে তরিক্বত হযরত আলহাজ্ব শাহ্সূফি আল্লামা মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (ম.জি.আ.),নায়েব সাজ্জাদানশীন- সাতগাছিয়া দরবার শরীফ, পটিয়া, সুলতানপুর শাহী দরবার শরীফ, রাউজান, চট্টগ্রাম।

চন্দনাইশ বরকল বদি ভান্ডার দরবার শরীফ শাহাজাদা মুহাম্মদ গোলাম সরওয়ার এর সভাপতিত্বে মাহফিলের উদ্বোধক ছিলেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ফেরদাউসুল আলম খাঁন আল কাদেরী-প্রভাষক, দোহাজারী চাগাচর মুছাবিয়া নছীমিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, চন্দনাইশ, চট্টগ্রাম প্রতিষ্ঠাতা সভাপতি , রজভীয়া হেফজখানা ও এতিমখানা, উত্তর বরকল।

প্রধান বক্তা ছিলেন আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ ফারুক আল কাদেরী (মা.জি.আ) সাধারণ সম্পাদক, আঞ্জুমান-এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ হাবিবুর রহমান,চেয়ারম্যান, ৪নং বরকল ইউনিয়ন পরিষদ। শাহজাদা হযরত মোহাম্মদ কিবরিয়া হোসেন আজম সাজ্জাদানশীন, বদি ভান্ডার দরবার শরীফ, বরকল, চন্দনাইশ। আলহাজ্ব নুরুল ইসলাম (সও.) প্রকাশ নুরু সভাপতি, আঞ্জুমান-এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা। মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সোলাইমান, বরকল ২ নং ওয়ার্ড গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজম খাঁ, বরকল ইউনিয়ন পরিষদের যুবলীগের সাধারণ সম্পাদক আরাফাত রহমান রাশেদসহ স্থানীয় মসজিদের ওলামায়ে কেরামগণ।

মাহফিলে সহযোগিতায় ছিলেন আঞ্জুমান এ আশেকানে গাউছুল আজম সুলতানপুরী বরকল শাখা কমিটির সদস্য মোহাম্মদ জামাল সওদাগর, শেখ মোহাম্মদ, মোহাম্মদ মফিজ, মোহাম্মদ শফি, মোহাম্মদ মোজাহের আলী, মোহাম্মদ মাহবুব, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ সাইফুদ্দীন মিস্ত্রী,মোহাম্মদ নেজামসহ প্রমুখ।

হেশামুল আলম বাপ্পুর সঞ্চালনায় মাহফিলে নাতে রসূল (দঃ) পরিবেশন করেন আমিরুল আউলিয়া সাংস্কৃতিক ফোরাম, শায়ের ওসমান গণি,হাফেজ ছৈয়দ নুর।

বরকল শাখার সূফি দর্শণ গবেষনা পরিষদের সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মিরাজ উদ্দিন,মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ শওকত, মোহাম্মদ তামিম, মোহাম্মদ মোরশেদ।

মাহফিলে বক্তারা বলেন, প্রিয় নবীর (দ.) দুনিয়ায় শুভাগমন ঘটেছে বলেই মানবজাতিসহ সমগ্র সৃষ্টি জগৎ অস্তিত্ব লাভ করেছে। তাই নিয়ামত প্রাপ্তিতে কৃতজ্ঞতা ও শুকরিয়া স্বরূপ ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন নৈতিক ও ঈমানি দায়িত্ব। নবীপ্রেম ঈমানের অনিবার্য দাবি। নবীপ্রেমের শক্তিতে উজ্জ্বীবিত হয়ে মুসলমানদেরকে আজকের নিপীড়িত অবস্থা থেকে পরিত্রাণ খুঁজতে হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপনের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য ও প্রিয় নবীর (দ.) সন্তুষ্টি ও সুপারিশের ভাগিদার হতে আল্লাহ ও রসুল (দ.)’র পথে আসার আসতে হবে।

মাহফিলে সর্বশেষে সালাতু সালাম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় ইহলোকের মঙ্গল, পরলোকের ক্ষমা, মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্বশান্তি কামনা করে আখেরী মোনাজাত করেন শেখ সৈয়দ হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী।

উল্লেখ্য,প্রচন্ড কুয়াশা ও শীত অনুভব স্বত্বেও নবী প্রেমীদের উপস্থিতিতে শুক্রবার ২২ নভেম্বর গভীর রাত ২.৪০ মিনিটে মাহফিল সুন্দরভাবে তবারুক বিতরণে মাধ্যমে শেষ হয়েছে। আমিন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.