রাঙ্গুনিয়া বাহোপের উচ্চতর প্রশিক্ষণ বিষয়ক সেমিনার

0

সিটি নিউজ ডেস্ক :  বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের (বাহোপ) রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে উচ্চতর প্রশিক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২২ নভেম্বর) রাজানগর আর এবিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া বাহোপের সভাপতি ডা. হরি সাধন সাহা। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. মৃদুল কান্তি দে।

সেমিনারে অরাম মেটালিকাম বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট চিকিৎসক ডা. অজিত কুমার দাশ। অধ্যাপক পংকজ দাশের উপস্থাপনায় সেমিনারে প্রধান বক্তা ছিলেন ডা. এম এ গনি, আলোকিত অতিথি ছিলেন রাজানগর আর এবিএম বহুমুখী উ”চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পেয়ার মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন ডা. আবদুর রহমান, ডা. সুধীর চক্রবর্তী (বিজয়), ডা. রনজিত কুমার বিশ্বাস, ডা. তানজিনা জাফরিন তানিয়া।

শুভেচ্ছা বক্তব্য দেন ডা. মনোজ দত্ত, ডা. সমল চৌধুরী (শ্যামল)। এছাড়া সেমিনার উপলক্ষে ডা. অজিত কুমার দাশের সহযোগিতায় দিনব্যাপী জার্মান হোমিও ফার্মেসির প্রতিষ্ঠাতা ডা. অমিয় রঞ্জন চৌধুরী স্মরণে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মৃদুল কান্তি দে ও ডা. শিপ্রা মহাজন। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.