বিএনপি নেতা আবু সুফিয়ানের গাড়িতে হামলা- আহত ১

0

সিটি নিউজঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানকে লক্ষ্য করে তাকে বহনকারী গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী জানান, বোয়ালখালীতে স্থানীয় এক বিএনপি নেতার জানাজয় অংশ নিতে বোয়ালখালী যান আবু সুফিয়ান। রাতে বোয়ালখালী পৌর সভার মেয়র হাজী আবুল কালাম আবুর গাড়ীতে করে নগরীতে ফিরছিলেন। ফেরার পথে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। গাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পাজেরো গাড়ীটি কাচ ভেঙ্গে যায়। আবু সুফিয়ান ও মেয়র অক্ষত থাকলেও আহত হয়েছেন গাড়ী চালক ইয়াছিন।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির এক নেতার আত্মীয়ের জানাজা শেষে নগরে ফেরার পথে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা আবু সুফিয়ান সিটি নিউজকে বলেন, জানাজা শেষে নগরে ফেরার পথে বোয়ালখালী পৌর সভার ২ নং ওয়ার্ড পাঠান পাড়া স্কুলের কাছে পৌঁছলে ছাত্রলীগের ১৫/২০ জন নেতাকর্মী গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। এতে গাড়ির কাচ ভেঙ্গে যায়। তিনি বলেন, এ ঘটনা বোয়ালখালী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

পৌর মেয়র হাজী আবুল কালাম আবু বলেন, হামলা ঘটনায় থানা পুলিশকে জানানো হয়েছে। ভাঙ্গা গাড়ির ছবিও পুলিশকে দেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত উল্লাহ বলেন, পৌর মেয়র থানায় এসে মৌখিকভাবে বলে গেছেন। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.