সীতাকুণ্ডের ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার এ্যাওয়ার্ড লাভ

0

সীতাকুণ্ড প্রতিনিধিঃ ইঞ্জিনিয়ারিং সেক্টর ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য হিউম্যান রাইটস পিস এ্যাডওয়ার ২০১৯ পদক পেয়েছেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজা।

গত ২০ নভেম্বর (শুক্রবার) ঢাকা কেন্দ্রীয় কচি কাঁচা মেলা মিলনায়তনে জানালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে উক্ত সন্মাননা এ্যাডওয়ার তুলে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব স,ম জাকারিয়া, আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার মোজাম্মেল হক, চলচিত্র পরিচালক দেওয়ান নজরুল, সাবেক মন্ত্রী খাজা নাজিম উদ্দীন, গীতিকার হারুনর রশীদ, উপ পুলিশ কমিশনার নুরুল ইসলাম, সিএনএন বাংলার ডিরেক্টের আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন ডিপার্টমেন্ট হেড বিকিরণ বড়ুয়া।

সারা দেশ থেকে মোট ৩৫ জনকে বিভিন্ন কাটাগরিতে এ এ্যাডওয়ার দেওয়া হয়। ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা লায়ন ক্লাব অব চিটাগাং (সীতাকুণ্ড) ট্রেজারারসহ সীতাকুণ্ডে বিভিন্ন সামাজিক, সাস্কৃতিক ও মানবিক সংগঠনের সাথে জড়িত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.