এস এ গেমসে শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণ পদক পেলো নারী ক্রিকেট দল

0

স্পোর্টস ডেস্কঃ অল্প রানের পুঁজি নিয়েও এস এ গেমস ক্রিকেটে সোনা জিতে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে এ স্বর্ণ পদক জিতলো বাংলাদেশ নার। এ নিয়ে ফাইনালে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ২ রানে হারায় বাংলাদেশ।

এর আগে, শ্রীলঙ্কাকে ৯২ রানের টার্গেট দেয় টাইগ্রেসরা। টসে হেরে ব্যাট করতে নেমে মোটেও সুবিধে করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দলীয় ১৬ রানে হারায় প্রথম উইকেট। এরপর ৩৬ রানেই খোয়ায় আরো চার উইকেট। এক ওভারে চার উইকেট নিয়ে বাংলাদেশকে ধ্বসিয়ে দিয়েছেন উমেশা থিমাশিনি। সানজিদা ১৫ আর মুর্শিদা করেন ১৪ রান। শূন্যতেই ফিরেছেন ফারজানা ও ঋতু। হতাশ করেছেন অধিনায়ক সালমা। মাত্র ৩ রান করেছেন তিনি। এক প্রান্ত আগলে রেখে স্কোর এগিয়ে নিয়ছেন নিগার সুলতানা। ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। ফাহিমার ১৫ রানে ৮ উইকেট হারিয়ে ৯১ রান তোলে বাংলাদেশ।

রৌপ্য জেতা নিশ্চিত হয়েছে আগেই। রাউন্ড রবিন লিগের তিন ম্যাচেই সহজে জিতেছে সালামারা। শেষ ম্যাচে টি টোয়েন্টিতে নারী ক্রিকেটে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরির রেকর্ড গড়েছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে লড়ছে টাইগ্রেসরা। এসএ গেমেসের ফাইনাল দিয়েই আসছে বছরের ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটাও সেরে ফেলতে চায় তারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.