সিটি নিউজঃ চট্টগ্রাম-৮ আসনে এবার নৌকার বৈঠা তুলে দেয়া হয়েছে আওয়ামী লীগের দক্ষিণের সভাপতি মোছলেম উদ্দিনের হাতেই। গত ৩ বারই এ নৌকার দাবিদার অনেকেই হলেও তা দখলে ছিল মহাজোটের বাদলের হাতে। এবার নৌকার টিকেট পেলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগেরসভাপতি মোছলেম উদ্দিন আহমদ।
আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
দলের সভানেত্রী ও বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগেরআ.লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট সদস্যরা।
সভায় চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদকে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক দেয়া হয়।
মোসলেম উদ্দিন আহমদ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। এর আগে দীর্ঘদিন তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।