অনুমতি ছাড়া পোষ্টারে নামঃ বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের থানায় জিডি

0

বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালী শেখেরখীল এলাকার হিলফুল ফুযুল সংঘের এক মাহফিলের পোষ্টারে বিনা অনুমতিতে নাম ব্যবহার করায় থানায় জিডি দায়ের করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে ওই সংগঠনের বিরুদ্ধে থানায় জিডি (নং-৩৭৮,তাং- ০৯/১২/২০১৯ ইং) দায়ের করেন তিনি।

জানা যায়, শেখেরখীল ইউনিয়নের সরকার বাজার এলাকায় আগামী ১০ জানুয়ারি সীরাতুন্নবী মাহফিলের আয়োজন করেন হিলফুল ফুযুল নামে জামায়াত সমর্থিত এই ইসলামী সংগঠনটি। এতে মাহফিলের পোস্টারে বিনা অনুমতি প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর নাম উল্লেখ করা হলেও তার কোন অনুমতি নেওয়া হয়নি ।

তাছাড়া এখানে সভাপতি হিসাবে রাখা হয়েছে উপজেলা জামায়াত আমীর এর পিতাকে। আর প্রধান বক্তা হিসাবে রাখা হয়েছে উপজেলা জামায়াত আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলামকে । মাহফিলে এছাড়াও সাতক্ষীরার মনোয়ার হোছাইন মুমিন, সিলেটের মাওলানা ক্বারী খলিলুর রহমান হাবিব, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এহছান উল্লাহ আমজাদী, বাঁশখালীর শেখেরখীলের মাওলানা আজিজুল হককে আলোচক ও অতিথি করা হয়।

এ পোষ্টার যখন বিভিন্ন স্থানে সাটাঁনো হয় তখন তা নিয়ে আলোচনা ও সমালোচনায় পরিনত হয় । এ খবর জানান পর বাঁশখালীর সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা সুলতান উল কবির চৌধুরীর পুত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী তার ফেসবুক আইডিতে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি ফেসবুক পোস্টে লিখেন, ‘একটি গভীর ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছি আমি। আমার অনুমতি না নিয়ে “শেখেরখীল হিলফুল ফুযুল সংঘ বাঁশখালী” নামে আয়োজক সংগঠন উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে সরাসরি প্রধান অতিথি বানিয়ে, মাহফিলের রং বেরঙ্গের পোষ্টার ছাপিয়েছে। যা দেয়ালে সাঁটিয়ে আমার ইমেজ লুন্ঠন করার ব্যর্থ প্রয়াশ বলে আমি মনে করি। আয়োজকবৃন্দকে স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের পোস্টার-লিফলেট থেকে আমার নাম দ্রুত অপসারণ ও আমাকে অতিথি রাখা থেকে বিরত থাকুন। বিনা অনুমতিতে আমাকে এভাবে অতিথি করার মধ্যদিয়ে সুস্পষ্ট ষড়যন্ত্র করা হয়েছে তা সকলের কাছে প্রতীয়মান। আমি বিষয়টি খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।’

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী বলেন, ‘আমার অনুমতি না নিয়ে তারা পোষ্টারে আমার নাম ব্যবহার করেছে। যা সম্পূর্ণ আইন বহির্ভূত। আমি এ বিষয়ে ওই সংগঠনটির বিরুদ্ধে বাঁশখালী থানায় জিডি দায়ের করেছি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছি।’

বাঁশখালী থানার ওসি (তদন্ত) মো. কামাল উদ্দিন বলেন, ‘জামায়াত সমর্থিত একটি সংগঠনের সীরাতুন্নবী মাহফিলের পোষ্টারে অনুমতি না নিয়ে নাম ব্যবহার করায় থানায় এসে জিডি দায়ের করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব। বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.