রোহিঙ্গা গণহত্যায় কাঠগড়ায় সু চি

0

সিটি নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার দ্বিতীয় দিনের শুনানি শুরু হচ্ছে আজ বুধবার (১১ ডিসেম্বর)।

নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচারিক আদালতে গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রথম দিনের শুনানিতে বক্তব্য উপস্থাপন করেছে গাম্বিয়া। আজ বুধবার (১১ ডিসেম্বর)আদালতে বক্তব্য বক্তব্য তুলে ধরবে মিয়ানমার।

মিয়ানমারে থাকা এখনও অসংখ্য রোহিঙ্গা জেনোসাইডের হুমকির মুখে। আর গণহত্যার বিষয়ে মিয়ানমারের বক্তব্য মিথ্যা। আধুনিক যুগের এই জেনোসাইডের জন্য দেশটিকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।

রোহিঙ্গা নির্যাতন ও জেনোসাইড কনভেশন ভঙ্গের অভিযোগের শুনানিতে, আন্তর্জাতিক বিচার আদালতে গতকাল এমন বক্তব্য উপস্থাপন করেছে গাম্বিয়া।

শুনানিতে মিয়ানমারের পক্ষে অংশ নিয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সাং সু চি। তিনিই শান্তিতে নোবেলজয়ী প্রথম ব্যক্তি, যিনি জেনোসাইডের মামলায় আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হয়েছেন।

এদিকে, মিয়ানমার সেনাপ্রধানসহ ৪ সেনাকর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.