ফটিকছড়িতে ৩ শতাধিক চা শ্রমিকদের মাঝে চেক বিতরণ

0

জাহাঙ্গীর উদ্দিন মাহমুদঃ ফটিকছড়ি চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ফটিকছড়ির নেপচুন চা বাগানের ৩ শতাধিক শ্রমিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকালে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব নেপচুন চা বাগানের হল রুমে এ চেক বিতরণ করেন।

এতে প্রতিজনকে ৫ হাজার টাকা করে ৩৮০ জন চা শ্রমিকদের মাঝে ১৯ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন ফটিকছড়ি উপজেলা সমাজসেবা কার্যালয়। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আচার্য। নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুণ রশিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা।

প্রধান অতিথির বক্তব্যে আবু তৈয়ব বলেন, বর্তমান সরকার অবহেলিত জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।

এতে আরো বক্তব্য রাখেন, নেপচুন চা বাগানের উপ ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন। ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মাষ্টার রতন চৌধুরী, শ্রমিক নেতা মৃদুল কান্তি কর্মকার। শিক্ষক নাছির উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আবদুল কুদ্দুস, জয়নাল আবেদীন, মীর মোরশেদ, বাবর আলীসহ আরো অনেকে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.