চেরাগি পাহাড়ে ওয়াসার বন্যা

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর মোমিন রোড চেরাগি পাহাড় এলাকায় ওয়াসার পাইপ ফেটে পানিতে সৃষ্টি হয়েছে বন্যার। ডুবে গেছে সড়ক। এতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রী, পথচারীসহ এলাকাবাসীকে।

আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকালে বিটিসিএল লাইনের কাজে ড্রিল করার ফলে ওয়াসার প্রধান পাইপ ফুটো হয়ে পানি বের হয়ে এ অবস্থার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওয়াসার পাইপ ফেটে প্রচুর পানি বেরিয়ে পড়লে পুরো সড়ক পানিতে ডুবে যায়। প্রায় ১০ ফুট গভীরে ওয়াসার প্রধান পাইপ ফুটো হয়ে যায়। এতে করে প্রচুর পানি বেরিয়ে পড়ে। খবর পেয়ে ওয়াসার লোকজন ত্রুটি সারাতে চেষ্টা করলেও পাইপে থাকা সব পানি বের না হওয়া পর্যন্ত তা সারতে পারছিলেন না। অবশেষে মটর লাগিয়ে পানি নিস্কাশন করে প্রায় ১২ শ্রমিক কাজ করে ফুটো সারানোর কাজ করছিলেন।

ওয়াসা কর্তৃপক্ষ বলছেন, এ দুর্ঘটনার জন্য দুষছে বিটিসিএল কর্তৃপক্ষকে। বিটিসিএলের লাইন স্থাপনের জন্য সড়কের নিচে ড্রিল করার সময় ওয়াসার ৭’শ মিলিমিটার ব্যাসের পাইপলাইন ফুটো করে ফেলে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলেন, বিটিসিএল এর লাইন স্থাপন করেত গিয়ে ওয়াসার পাইপ ফুটো করে ফেলে। এরপর সব পানি বের হয়ে যায়। আশাকরি আজই ত্রুটি সারাতে পারবো আমরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.