অভিবাসী কর্মীদের কারিগরি শিক্ষা অবশ্যই দরকার

0

সিটি নিউজঃ অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, বর্তমানে প্রায় এক কোটি বিশ লক্ষ কর্মী বিদেশে বৈধভাবে কর্মরত রয়েছে। উপযুক্ত প্রশিক্ষণের অভাবে তারা ন্যায্য পাওনা পাচ্ছে না। সরকারও আশানুরুপ রেমিট্যান্স থেকে বঞ্চিত হচ্ছে। উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে কর্মক্ষেত্রে নিজেকে যোগ্য প্রমাণ করতে হলে অভিবাসী কর্মীদের কারিগরি শিক্ষা অবশ্যই দরকার ।

আজ ১৮ ডিসেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক আন্তর্জাতিক অভিবাসী দিবসে আগ্রাবাদ সরকারি কার্যভবন-২ এর সামনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রাম আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অভিবাসী দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সন্মান দুই-ই মেলে’।

এসময় জেলা কর্মসংস্থান ও জন শক্তি অফিসের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা টিটিসির অধ্যক্ষ আশরিফা তাজরিন, বিকেটিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নওরিন সুলতানা, জেলা কর্মসংস্থান ও জন শক্তি অফিসের সহকারি পরিচালক মাহিন্দ্র চাকমা, এনআরবি এসাসিয়েশন এর সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, চট্টগ্রাম সমিতি ওমান এর সভাপতি এমদাদ ঊল্লাহ উপস্থিত ছিলেন।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আগ্রাবাদ সরকারি কার্যভবন-২ থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে। এছাড়াও রয়েছে আলোচনাসভা, অভিবাসী তথ্য মেলা, বিতর্ক প্রতিযোগিতা, প্রবাসীকর্মীর সন্তানদের শিক্ষা বৃত্তির চেক প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃক প্রবাসী কর্মীদেরকে আগমনী ও বিদায় অভ্যর্থনা জ্ঞাপন দিনব্যাপী কর্মসূচি।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ জহিরুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী ইসতেহারে ঘোষনা দিয়েছেন, প্রতি উপজেলা থেকে ১ হাজার দক্ষকর্মী বিদেশে পাঠাবেন। সে লক্ষ্যে সরকার কাজ করছে। তবে সরকারের এ বিষয় আরো যতœশীল হতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, দেশে দশ কোটি যুবক বেকার রয়েছে। আগামী ২০৩৫ সালের মধ্যে এদের কর্মক্ষম করতে হবে। এর ব্যতয় ঘটলে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ হওয়া সম্বব হবে না এবং দেশের উন্নয়নও স্থবির হয়ে পড়বে।

এসময় প্রবাসীকর্মীর সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ১৪ জনকে শিক্ষা বৃত্তির চেক প্রদান করেন। সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী তিন জন প্রবাসীকর্মীদের সন্মাননা স্মারক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.