দেশে কম নারীবান্ধব নাগরিক সেবা অবকাশ ও পরিবহন

0

সিটি নিউজঃ মধ্যবিত্ত নারীদের চোখে নগর চট্টগ্রাম। ওমেন ফ্রেন্ডলি আরবান সার্ভিসেস প্রতিপাদ্যকে সামনে নিয়ে নারীদের সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন পিপিআরসি, সিআরআইসিএস ও চট্টগ্রাম রিসার্চ ইনিসিয়েটিভ।

নগর জীবন কতটুকু নারীবান্ধব এ বিষয়ে এক ব্যতিক্রমী আলোচনায় নাগরিক সেবার বাস্তবচিত্র উঠে এসেছে।

গতকাল (রবিবার) সিআরআইসিএস কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রশাসন, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, উদ্যোক্তা, স্থপতি, ব্যবসা, সমাজসেবা, শিক্ষার্থী, এনজিও, গণমাধ্যমসহ বিভিন্ন পেশার ও বিভিন্ন বয়সের মধ্যবিত্ত নারীরা।

পিপিআরসি চেয়ারপার্সন ডক্টর হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় সবচেয়ে কম নারীবান্ধব নাগরিক সেবা হিসেবে চিহ্নিত হয় নিরাপদ অবকাশ ও পরিবহনের সুযোগ। দেশে এই দুই সেবা যথাক্রমে মূল্যায়িত হয় ০.৫ ও ১.৫। নারীস্বাস্থ্য সেবার স্কোর ছিল দশে চার। তুলনামূলকভাবে মধ্যবিত্ত নারীরা ভালো মূল্যায়ন করেছেন অর্থনৈতিক কর্মকা-ে অংশগ্রহণের সুযোগ, দশে ছয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.