নগরীতে বায়ু দুষণ

0

সজল চক্রবর্তীঃ চট্টগ্রাম শহরে শীতমৌসুমে সারা বছরের তুলনায় ৩ থেকে ৫গুণ পরিমান বায়ুদুষণ বেড়ে যায়। প্রকৃতপক্ষে বায়ুমন্ডলে ওজনস্থর ধ্বংস হওয়ার প্রধান কারণ গাছপালা নিধন হলেও যানবাহনের কালো ধোঁয়া (কার্বনডাই অক্সাইড) বায়ু দুষণের অনন্য ভূমিকা রাখে।

আর বর্তমানে চট্টগ্রাম শহরের প্রায় সকল রাস্তাগুলোর বেহাল দশা, ফিটনেস বিহীন যানবাহনগুলোর কারণে বায়ুদুষণ যেমন বেড়ে যাচ্ছে কার্বন্ডাই অক্সাইড এর হার সাথে রাস্তার ধূলা বালির কারণে অস্বস্তিতে পড়ছে নগরবাসী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.