আপনেও কি ফকিরনির পোলাঃ ফুটপাতেই আমি রাজা

0

জুবায়ের সিদ্দিকীঃ চট্টগ্রাম নগরীতে পথ চলতে ষ্টেশন রোডে দেখা হলো টোকাই ফজলু’র সাথে। আনুমানিক ১০/১২ বছর বয়সের এই টোকাই ফজলুর ঠিকানা নগরীর রাজপথের ফুটপাতে। মাতা-পিতাহীন টোকাই ফজলুর কোন স্বজন নেই, ঠিকানা নেই। মা-বাবার পরিচয় ও তাদের অবস্থানও তার জানা নেই। ভবগুরে ফজলুর জীবন চিত্র নিয়ে মুখোমুখী হয়েছিলাম একদিন।

কি করছিস। সিগারেট টানছি, ক্যান?
সিগারেট, গাঁজা, যেন জান বাঁচা। মাঝে মধ্যে ড্যান্ডি খাই।

(ড্যান্ডি হলো এক প্রকার গ্লু গাম বা আঠা জাতীয় উদ্বায়ী পদার্থ)

বয়স কতো?
মা-বাবা বলতে পারব।

বাড়ী তোর কোথায়?

গুনছিলাম সন্ধীপ। হেইডা কই জানিনা।

ফুটপাতে থাকিস। ভাড়া কতো দিস।
ফুটপাতের মালিক আল্লাহ্। ভাড়া দিমু ক্যান?

পুলিশ লাঠিপেটা করেনা?

টোলা পার্টি ট্যায়া টোঁয়ায়।

দেশের নাম কি?
বাংলাদেশ শুনছি।
প্রতিদিন কতো আয় হয়?

সারাদিন মানুষের ঠেঙ্গানি খাই। রোজগার ২০/২৫ টাকা হয়।
মা-বাবার কথা মনে পড়ে?

মা-বাবা কবরে আর আমি আছি গজবে।
দুপুরে কি খেয়েছিস?
নানরুটি ও মুরগীর ট্যাং।
এই জায়গার নাম কি?
ষ্টেশন রোড ক’য়।

লেখাপড়া করবি? আমার সাথে চল।
লেখাপড়া কইরা সব ডাকাইত হয়। আমি চোরই ভালা।

চুরি করিস সব সময়?
এতো প্যাচাল করেন ক্যা। আপনার কি কাম কাজ নাই?

তোর সাথে আলাপে ভালো লাগছে।
ট্যায়া দিবেন?

না।

না হইলে রাস্তা মাপেন।

টাকা দিলে কি করবি ?
মদ, গাঁজা, ভাত খামু।

মদ খাস ক্যান?
বয়স হবে তোর দশ।

মদ কি বয়স হইলে খায়? আপনেও আসেন খাই।

শীতের কাপড় কি আছে?
বস্তা আছে। রাতে বস্তায় ঢুইক্যা যাই।

রাতে সমস্যা হয়না ?
কুত্তা আইসা আমার গায়ে মুতে।

পুলিশ ঝামেলা করে না ?

পুলিশ মালের বস্তা মনে কইরা গুতায়।
রাতের খাওয়ার ট্যায়া আছে ?

খালি ফেডর ফেডর করছেন। ট্যায়া দেন।

আওয়ামী লীগ- বিএনপি চিনিস ?
সব চোরের দল। হেগো কথা বাদ দেন।

সাংবাদিক চিনিস ?
কিছুরে চিনি ডাইল খায়।

হেগো কাম কি জানিস?
ফডো তুলে পেপারে হাছা মিছা লেখে।
তোর বাপের নাম কি?

হেইডাতো জানিনা। মা’য় জানত।

চল, হোটেলে গিয়ে ভাত খাই।
আপনার ইজ্জত যা’ইব। আমিতো টোকাই।

তুইও মানুষ। সমস্যা কি ?

এই ডা ক’জনে বুঝে।

আমি কি করি বলতো।

সাংবাদিক টাংবাদিক হইবেন।

কি লেখব তোকে নিয়ে।

আমি মন্ত্রী হমু লেখবেন।

মন্ত্রী হইলে কি করবি ?
মদ ও গাঁজা ফ্রী খাওয়ামু।

মন্ত্রিরাতো মদ-গাঁজা খায় না।

আপনার মাথা ঠান্ডায় কাজ করছে না।
এই শহরের মেয়রকে চিনিস ?
দেখছি, হুইসেল বাজাইয়া যায়।
কি পাইলে খুশি হবি ?

আপনারে কইয়া কি লাভ।
আমিতো কিছু দিতে পারি।

এত দরদী হইবার কাম নাই।

মিছিলে মিটিংএ কখনো গেছিস ?
২০ টাকা লইয়া একবার গেছিলাম।

কে তোকে নিয়া গেছে।

চামচার অভাব আছে’নি। হেরা নিচ্ছে।
রাজনীতির নেতাদের তুই চিনিস ?
সব ব্যাটা ধান্ধাবাজ। চিনি লাভ নাই।
আমার বাসায় কাম করবি ?

এতোক্ষণ ভালা কইছেন। এখন কি কন।
কেন ভালোভাবে চলবি।

আমিতো ফুটপাতেই রাজা।

ফুটপাতে কষ্ট হয়না ?
কষ্ট হইলে আপনার কি ?

বলছিলাম, তোকে একটা চাকরী দেব।
হেইডা ফালতু কাম।
বড় হইলে কি হইবি।

চোর-ডাকাত হইমু।
হেইডাতো খারাপ কাজ।

টোকাইরা করলে খারাপ, আপনারা করলে ভালা।

আমরা কি চুরি-ডাকাতি করি ?
আপনে করেন না কিন্তু আপনার মতোরাই করে।

গাড়ী চড়তে মনে কয়, চোরা ট্যায়া’র বাক্সে চড়তে মনে কয়।

সবাই কি খারাপ ? ভালওতো আছে।
দালালী কইরেন না। সব চোর চিনি।
রিলিফের কম্বল পাইছ ?

কম্বল বড়লোকে পায়। আমরা ক্যামনে পাইমু। 

খারাপ কাজ ছাইরা ভালা কাম কর ।
আপনে ওয়াজ কইরেন না।

রাতে কি কিছু দেখছ ?
ফুল পরী, জীনপরি ও পুলিশ দেখি।
এইডা আবার কি কইলি;

আরে বাবজান, মাতারী চিনেন না !
হেগো লগে তোর কি,

পুলিশ মাতারী লইয়া গপ্প করে।

তোর কি দেখতে ভালা লাগে ?
আপনেও মনে হয় গাঁজা খইছেন।
দেশ কেমন চলে;
দেশ আল্লায় চালায়।

রেয়াজউদ্দিন বাজারে যাস- কি কাম করছ।
ভ্যান ঠেলি, তরকারি বাছি, কুলিগিরি করি।
তাইলে ভালই রোজগার হয়।
আরে কি কন্ , ট্যায়া হাতের ময়লা।
ডাইল খাস না গাঁজা খাস।

ডাইল ভালা না। গাঁজা ভালা।

তোর কাপড় চোপড় কোথায় রাখিস ?

এত খবর লন ক্যান ? আন্নারও কি চুরির অভ্যাস আছে?
খবর লই তোরে সাহায্য করতে। চুরি করব ক্যা

প্যাচাল পাইরেন না। ভালা কথা কন।

রাতে তরকারীর ট্রাক থেকে টাকা নেয় পুলিশ।
এইডাতো ভালা কাম। তরকারিও লইয়া যায়।

পুলিশের ভয় লাগে না?
না হেরাতো ট্যায়া খায়।

পুলিশের মাইর কতবার খাইছিস ?
গুতা লাঠির- রাইতে দেয় বস্তায়।
তখন কিছু বলস না?
তখন কই, এইডা কি করেন।
পুলিশ কয়, বস্তায় তুই ক্যান ?
তোর কাছে ট্যায়া চায় ?

ট্যায়া যা পায় লইয়া যায়।

টাকা কেন নেয় জানিস ?

তাগো বাপের ট্যায়াতো ;

প্রতিবাদ করিসনা কেন ?

মাইর খাইবার কথা ক’ন।

রেল ষ্টেশনে গেলে ভালা হইত।
বাজে কথা কইয়েন না।

সেখানে সমস্যা কি ?
ষ্টেশনে থাকার জায়গায় ট্যায়া লাগে।
জিআরপি কি টাকা নেয় ?

হেরাও পুলিশ, তাগো নাম জানিনা।
সেখানে ঠান্ডা কম, নিরাপদ। ঠান্ডা কম হলেও কিন্তু ঝামেলা বেশী।

ঝামেলা কিসের হয় ?

পুলিশের লাঠির বারী, মাতালের উৎপাত।
লেখাপড়া করলে ভালো হতো তোর ;
এক কথা বার বার কন ক্যান ?
এই ফুটপাতে পুলিশের গুতা কি ভাল লাগে?
হেরা আমার চেয়ে ফকিরনি।

তোরে এতিমখানায় দিমু,চল ;

আপনে এতিম হইলে আমিও কি এতিম ?
বাপ-মা না থাকলেতো এতিম।
গোসল করস প্রতিদিন ?
হ ৩ টাকা দিয়া ওয়াসার পাইপে।
ফুটপাত নিয়মিত পরিস্কার হয় ?
হেরা এমপি-মন্ত্রির থাইক্যা ডাট। কেউ কিছু কইবার পারে না। পিডা খাইব কে ?

১০০ টাকা নেয়। কিছু খাইস।
এতক্ষণ ফ্যাডর ফ্যাডর কইরা ১০০ ট্যায়া ?
কি করমু, টাকা কমতো তাই।
আপনেও আমার মতো ফকিরনির পোলা।
আরে ব্যাডা কছ কি, ১০০ টাকা অনেক ।
আপনের লাইগা অনেক- আমার কিছুই না।

আচ্ছা নেয়- আরো ৫০ টাকা।
আপনার খাসলত ভালো না।

কি করমু, টাকা বেশী হইলে দিতাম।
আইচ্ছা দিছেন ভালা কইরছেন।
আমি যাই। দোয়া করিস।

আবার আইসেন। আবার ১শ ট্যায়া পামু। তোর ঠিকানা কি এই টাই ?
হ এই বাজারের ডাষ্টবিনের পাশেই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.