নগরীতে আবর্জনার ভাগাড়

0

জাহাঙ্গীর উদ্দিন মাহমুদঃ চট্টগ্রামে সরকারের উন্নয়নযজ্ঞ চললেও নগরীর কোন কোন এলাকায় ময়লা-আবর্জনা নিয়মিত পরিস্কার হচ্ছে না। রাস্তার পাশে আবর্জনার স্তুপ দূর্গন্ধ ও যানজটের সৃষ্টি হচ্ছে।

ময়লা-আবর্জনার স্তুপ এলাকার পরিবেশকে বিষাক্ত করে তুলছে। সিটি কর্পোরেশনের অবহেলায় দেখা গেল, নগরীর হাজী পাড়া সিপিডিএল ভবনের সামনে বিশাল আবর্জনার স্তুপ।

রাস্তায় মানুষ চলাচল করছে নাকে রূমাল দিয়ে। নালা-নর্দমার মাটি ও আবর্জনা, কাদা, দূষিত পানি রাস্তায় চলাচল করছে। নিয়মিত পরিস্কার হচ্ছে না। আবর্জনার ভাগাড় যেন সর্বত্র।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.