বিরল রোগে আক্রান্ত মাহিরা বাঁচতে চায়

0

সিটি নিউজঃ সাড়ে চার মাস বয়সী ফুটফুটে শিশু মাহিরা ইবনাত জহির। সে ‘বিলিয়ারি অ্যাটরেসিয়া’ নামে বিরল রোগে আক্রান্ত। তার বাবার নাম জনি ও মায়ের নাম তাহমিন। বাড়ি চট্টগ্রামের খুলশীতে।

মাহিরার বাবা জনি জানান, তার দুই মেয়ের মধ্যে মাহিরা ছোট। ওর জন্ম ২৩ জুলাই, ২০১৯। জন্মের পর ওর পায়খানা সাদা আর পেটে ফোলা ছিল।

পরে সমস্যা বাড়তে থাকলে ডাক্তারদের কাছে নিয়ে আসি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানান সে “Biliary Atresia” রোগে আক্রান্ত। তারা জানান, এ রোগের চিকিৎসা না হলে ধীরে ধীরে লিভার নষ্ট হয়ে যায়।

চিকিৎসকরা জানিয়েছেন মাহিরার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। পাশের দেশ ভারতে সবচেয়ে কম খরচে লিভার ট্রান্সপ্লান্ট করা যায়। ভারতের হাসপাতালে এই চিকিৎসা করতে ব্যয় হবে ৬০ থেকে ৭০ লাখ টাকা। এই ব্যয় বহন করা মাহিরার পরিবারের একার পক্ষে সম্ভব না।
তাই মাহিরাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সাহায্য চেয়েছেন ছোট্ট শিশু মাহিরার অসহায় পরিবার।
মাহিরার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ –
01840327282 (জনি, মাহিরার বাবা)
01717186255 (তাহমিন, মাহিরার মা)
01822319468 (তৌকি, মাহিরার মামা)
01682099090 (রনি, মাহিরার চাচা)
নগদ –
01712018092 (জনি, মাহিরার বাবা)
ব্যাংক –
Islami Bank Ltd (Jahirul Islam Joni)
A/C: 20501670201870018
Branch : Station Road, Chittagong.
Dhaka Bank (Jahirul Islam Joni)
A/C : 01820021774
Branch : New Market, Chittagong
Mercantile Bank Ltd (Tahmin Razwana)
A/C:119412126265397
Branch : Khulshi, Chittagong

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.