বঙ্গবন্ধুর জন্ম না হলে মানুষ স্বাধীনতার স্বাদ পেত না

0

সিটি নিউজ, বাঁশখালী : বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান দেওয়ানজী,সমাজসেবা কর্মকর্তা অনিক রায়,পল্লী বিদ্যুৎ ডিজিএম নাজিম উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শাহাদত আলম,বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট বদরুদ্দিন চৌধুরী,মোজাম্মল হক সিকদার,মাষ্ঠার শামসুল আলম ছিদিক্কী, জিল্লুল করিম শরীফি,এডভোকেট তোফাইল বিন হোছাইন,জাহাঙ্গীর আলম,এস এম মুজিবুর রহমান চৌধুরী, ইবনে আমিন,সেলিম উদ্দিন চৌধুরী,আবুল হোসেন ভেটু, বেদার উদ্দিন সিকদার, টুটন চক্রবর্তী, আমান উল্লাহ চৌধুরী,সাদু রশীদ,কে.এম. সালাহ উদ্দিন কামাল, ভুপাল বড়ুয়া, জিল্লুল করিম শরীফি,নুর মোহাম্মদ আজাদ, নুরুল আক্তার সিকদার,জামাল উদ্দিন,পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদ উল্লাহ,ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসেন সহ বাঁশখালী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা,বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক সহ আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ, যুব মহিলালীগ, উপজেলা মহিলা আওয়ামীলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময়।

সভায় বক্তারা বলেন জাতির জনকের জন্ম না হলে এ দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পেত না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্টানের সফলতা কামনা করেন। রাতে শিল্পীদের অংশগ্রহনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয় । এদিকে জাতির জনকের জন্মশত বার্ষিকী ও স্বদেশ প্রর্ত্যাবর্তন দিবস উপলক্ষে বাশঁখালীর ১৪ টি ইউনিয়ন ও পৌরসভা আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ, যুব মহিলালীগ, উপজেলা মহিলা আওয়ামীলীগ এর নেতা কর্মীরা মিছিল সহকারে বাদ্যযন্ত্র সহ নিয়ে হাজির হয় । বাশঁখালী আর্দশ উচ্চ বিদ্যালয মাঠ থেকে বিশাল মিছিল সহকারে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয় । মিছিলের অগ্রবাদে ছিলেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.