সুন্নীদের উপেক্ষা করে কওমী লালন করলে রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘায়িত হবে না

0

বোয়ালখালী প্রতিনিধি : সুফী সাধকের বাংলাদেশে ‘দারুল ইসলাম’ চট্টগ্রামে ইসলামের গৌরব গাঁথা স্মারক চট্টগ্রাম থেকে সুন্নী বিপ্লব সূচিত হবে। আধ্যাত্মিক মহা সাধকদের আঙ্গুলের ইশারায় একদিন এই দেশে বিজয়ের ধামামা বেজে উঠবে। তাই সাধু সাবধান, সুন্নীদের উপেক্ষা করে কওমী লালন করলে রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘায়িত হবে না।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপে আল্লামা গাজী শেরে বাংলা(রহ.) স্মৃতি সংসদ আয়োজিত পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে সুন্নী কনফারেন্সে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এম.এ মতিন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

নায়েবে আ’লা হযরত পীরে কামেল অধ্যক্ষ মুফতি শাহ্ মুহাম্মদ ইদ্রিস রেজভী (ম.)’র সভাপতিত্বে কনফারেন্সের উদ্বোধন করেন চরণদ্বীপ হারভাংগিরী দরবারের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়্যদ আহমদ শাহ (ম.)। প্রধান ওয়ায়েজীন ছিলেন ষোলশহর জামেয়া আহমদিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সৈয়্যদ মু. অছিয়র রহমান আলকাদেরী। প্রধার বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’য়াতের কেন্দ্রীয় মূখপাত্র এড. মোছাহেব উদ্দীন বখতেয়ার। ত্বকরির পেশ করেন মাওলানা গাজী আবুল কালাম বয়ানী, হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী, অধ্যাপক কাজী মাওলানা মুহাম্মদ ইউনুছ রেজভী।

মাওলানা আবুল কালাম রেজভী ও মুহাম্মদ ইমরানুল হকের যৌথ সঞ্চালনায় সুন্নী কনফারেন্সে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক আবুল মনছুর দৌলতী, আহলে সুন্নাত ওয়াল জমা’য়াত বোয়ালখালী সা. সম্পাদক কাজী মু. ওবাইদুল হক হক্কানী, অধ্যক্ষ আতাউল মোস্তাফা রেজভী (ম.), অধ্যক্ষ মাওলানা মু. শোয়াইব রেজা (ম.), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী শাখার সভাপতি ম.ম এনামুল হক, সা. সম্পাদক আকতার হোসেন তালুকদার, পৌরসভার সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী মুন্সি, চরণদ্বীপ ইউপির সভাপতি আলী আহমদ মাষ্টার, বিশিষ্ট শিক্ষানুরাগী মুহাম্মদ সালাহ উদ্দীন, মু. ফোকরান কাদেরী, শওকত হোসেন ফারুকী(সুমন), মু. আসলাম রেজা, মু. সাজ্জাদ হোসেন, মু. আবরান আলী, মু. জালাল উদ্দীন রাজীব, মু. আজগর আলী, মু. আজিম উদ্দীন, মু. ইরফানুল হক, মু. হাসান মানিক, মু. সাকিব, মুহাম্মদ পারভেজ প্রমুখ।

প্রধান অতিথি আরো বলেন, মুসলমানরা আজ নিজ ভূমে পরবাস জীবন যাপন করছে। দেশে দেশে হত্যার শিকার হচ্ছে মুসলমানরা। এখন আর ঘুমিয়ে থাকার সময় নেই, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সাম্রাজ্যবাদী ইহুদী নাসারাদের বিরুদ্ধে জেগে উঠার এখনি সময়।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.