চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের“বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন”দিবস উদযাপন

0

সিটি নিউজ,চট্টগ্রাম : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কার্যক্রম বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালন করেছে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় বায়েজিদ সাংবাদিক নগর এলাকায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসুচীর সূচনা হয়।

র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন,বঙ্গবন্ধু সমৃদ্ধ সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা তা বাস্তবায়ন করে চলেছেন। বঙ্গবন্ধু সমৃদ্ধ স্বদেশ গড়ার যে স্বপ্ন নিজে দেখতেন সেই স্বপ্নের সাথে দেশের সর্বস্তরের মানুষের হৃদয়ের একাত্মতা ছিল। এখন দেশে যে উন্নয়ন হচ্ছে তার ধারাবাহিকতা বজায় রাখতে সর্বস্তরের মানুষকে কাজ করতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব আরো বেশি।

বর্ণিল এ আয়োজনে ছিলো র‌্যালী, আলোচনা সভা ২পর্ব, আঞ্চলিক গান, লাকি কূপন ও খোয়াবাতি উৎসব। এতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম(সিআরএফ) সভাপতি কাজী আবুল মনসুর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, ২ নং জালালাবাদ ওয়ার্ড এর কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাহ উদ্দীন রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ।

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম(সিআরএফ) এর সাধারণ সম্পাদাক আলীউর রহমান এর সঞ্চানায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক আলমগীর অপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য রুবেল খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম(সিআরএফ) এর যুগ্ন সাধারণ সম্পাদাক গোলাম মওলা মুরাদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা-সাংবাদিক পঙ্কজ দস্তিদার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য শহীদুল আলম, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, সিনিয়র সাংবাদিক হাসান নাসির, যমুনা টিভির ব্যুারো প্রধান জামশেদুল আলম, একুশের পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, সাংবাদিক নেতা খোরশেদুল আলম শামীম, বায়ান্ন টিভির ব্যুরো প্রধান সরোয়ার আমিন বাবু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য শামসুল হুদা মিন্টু, নাগরিক টিভির ব্যুারো প্রধান চৌধুরী লোকমান, ইনডিপেনডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার আহসান রিটন, বিএনএর ডেপুটি ব্যারো চিফ মহরম হোসেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম(সিআরএফ) এর সাংগঠনিক সম্পাদক ফারুক আবদুল্লাহ।

চট্টগ্রামের মেজবান

আরো উস্থিত ছিলেন হাসান মুকুল, সালেহ নোমান, আজিজুল কদির, কামরুল হুদা, এম এ হোসাইন(দৈনিক পূর্বদেশ), এয়াকুব আলী মনি, রেজাউল করিম, নূর মোহাম্মদ রানা, মির্জা ইমতিয়াজ শাওন, কাজী হাবিব রেজা, কামাল পারভেজ, তুষার মুজিব, মোহাম্মদ রফিক, সোহেল মাহমুদ, জিয়াউল হক ইমন, চৌধুরী রাসেল, হাসেম তালুকদার, মজহারূল ইসলাম, এস এম আকাশ, গোলাম সারওয়ার(সিটি নিউজ), ফারুক মুনির, তাজুল ইসলাম পলাশ, বিপ্লব পার্থ, মাসুদ ফারহান অভি,মনিরুল ইসলাম মুন্না, রাজিব সেন প্রিন্স, এনএইচ নীরব, ইরশাদুল আলম, মহিউদ্দিন মহিন, সরোজ আহমেদ, আমিনুল হক শাহিন, জামাল হাওলাদার, মোহাম্মদ ফোরকান, আলী রাশেদ, মোক্তার হোসেন বাবু, এহসাল আল কুতুবী, নুরুল আলম চৌধুরী, রাজু চৌধুরী, ইমরান এমি, সানে আলম সজল, শামসুদ্দিন ইলিয়াস, হুমায়ুন মাসুদ, আজিজা পায়েলসহ চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম(সিআরএফ) এর সদস্য বৃন্দ।

আলোচনা সভা শেষে চাঁটঘাইয়া মেজবান হোয়াবাতি ও আকর্ষনীয় র‌্যাফল ড্র আয়োজন করা হয়। পরে বিকাল সাড়ে ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সনজিত আাচার্য্য, সাংবাদিক অনুজ দেব বাপু, আমিনুল হক শাহিন ও স্বস্তিকা দাশ প্রান্তী।

 

আকর্ষনীয় র‌্যাফল ড্র
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.