রাউজানে মাস্টারদা সূর্য সেনের ফাঁসি দিবসে শ্রদ্ধা 

0

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক, বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৮৭তম ফাঁসি দিবসে রাউজানে মাস্টার দা সূর্যসেনের আবক্ষ মূর্তি ও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে রাউজান উপজেলা আওয়ামীলীগ, অঙ্গসংগঠনসমূহসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দরা।

১২ জানুয়ারি রোববার সকাল ১১টায় রাউজান সদরে অবস্থিত সূর্য সেন কমপ্লেক্স চত্বরে মাস্টার দা সূর্যসেনের আবক্ষ মুর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের সাংসদ, রেলপথমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

বিভিন্ন সংগঠনের মধ্যে মাস্টার দা’সূর্য সেন পাঠাগার, রাউজান উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগ, রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, বাংলার মুখ রাউজান কলেজ শাখা, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ, রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক/ শিক্ষিকার নেতৃত্বে শতাধিক ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সমাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

মাস্টারদা সূর্য সেন পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি শ্যামল পালিত এর সভাপতিত্বে সূর্য সেন কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাস্টার দা’র বিপ্লবী জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,কামরুল ইসলাম বাহাদুর, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন, উপজেলা যুবলীগের সভাপতি, পৌরসভার প্যানেল মেয়র -২ জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, আওয়ামীলীগ নেত্রী সৈয়দা রেহানা আফরোজ, হাসান মোহাম্মাদ রাসেল, তছলিম উদ্দিন, আব্দুল লতিফ, তপন দে, এস এম মমহিবুল্লাহ্, যুবলীগ নেতা মনছুর আলম, আবু ছালেক, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন পিবলু, অনুপ চক্রবর্তী, মোহাম্মাদ আসিফ, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ প্রমুখ।

এদিকে মাস্টারদার ফাঁসি দিবসে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের সূর্যসেন পল্লীতে মাস্টার দা সূর্যসেনের শৈশব স্মৃতি বিজড়িত বাস্তভিটায় স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, মাস্টার দা সূর্যসেন কিন্ডার গার্টেন, সূর্যসেন স্মৃতি সংঘ, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া মেম্বারের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, আ.লীগ নেতা তফসির আহমেদ বাবুল, জাহাঙ্গীর সিরাজ, সুশীল কুমার, সেকান্দর হোসেন, হাফিজ উদ্দিন, মো: ইফসুফ, নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, দ.রাউজান পূজা উদযাপন কমিটির সভাপতি প্রকাশ শীল, সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, রুবেল বৈদ্যসহ সংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে রাউজান সাতিহ্য পরিষদ আলোচনা সভার আয়োজন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.