আবেদন করলে খালেদার বিষয়ে বিবেচনা করবে সরকারঃ অ্যাটর্নি জেনারেল

0

সিটি নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদন করা হলে বিষয়টি সরকার বিবেচনা করে দেখবে ।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) সুপ্রিমকোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে দেশে বা বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।

ওইদিন ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারা মোতাবেক খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে তার ইচ্ছামতো চিকিৎসা নিতে দেশে-বিদেশে সুযোগ দেয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে প্রশ্ন করা হলে অ্যাটর্নি জেনারেল বলেন, সাধারণত অনেকদিন সাজা খাটার পর সাজা সাসপেন্ড করা হয়। অনেকদিন সাজা খাটার পরে সরকার বিশেষ বিবেচনায় এটা করে, করতে পারে। সে রকম কেস যদি তারা মেইক আউট করতে পারে, সেটা সরকারের ব্যাপার।

তিনি বলেন, জেলখানায় যারা থাকেন এবং বহুদিন কারাদণ্ড ভোগ করেন ৪০১ (১) ধারা (ফৌজদারি কার্যবিধি) অনুযায়ী তাদের নানাবিধ বিবেচনায় অনেক সময় স্থগিত করা হয়। কিন্তু তারা যদি প্রমাণ করতে পারেন, তবে সে ব্যাপারে সরকার দেখবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.