পতেঙ্গা সী বীচে অবৈধ স্থাপনা উচ্ছেদ

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার সী বীচ এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপ ক্ষ (সিডিএ)।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পতেঙ্গা সী বীচের আধা কিলোমিটার জায়গায় এই অভিযানে প্রায় ৩শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসব স্থাপনায় অবৈধ মাদক সেবন বিক্রি হতো বলে অভিযোগ দীর্ঘদিনের। তদুপরি এসব অবৈধ স্থাপনা সী বীচ এর প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করতো।

সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম বলেন, পতেঙ্গা সিবিচ এলাকায় গড়ে উঠেছে অনেকগুলো অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনার কারণে সি বিচের সৌন্দর্য নষ্ট হচ্ছে। পর্যটক আকর্ষণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই আমরা আজ প্রায় ৩০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.