অসাম্প্রদায়িক নীতিতে চললে দেশ এগিয়ে যায়ঃ এনডিএম চেয়ারম্যান

0

বোয়ালখালী প্রতিনিধিঃ তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান খোকন চৌধুরী বলেছেন, দেশ তখন এগিয়ে যায়, যখন দেশ অসাম্প্রদায়িক নীতিতে চালিত হয়। নিজেরাই নিজেদের মধ্যে তুচ্ছ বিষয়ে দলাদলিতে ব্যস্ত থাকলে দেশ এগুতে পারবে না। তাই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে হবে।

বোয়ালখালী উপজেলার উত্তরভূর্ষি, কড়লডেঙ্গা ও রতনপুর সার্বজনীন শ্রী শ্রী মগধেশ্বরী মায়ের বড় সেবাখোলা উন্নয়ন পরিষদের উদ্যোগে তিনদিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ উপলক্ষে আয়োজিত মহতী ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার রাতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রামপ্রসাদ মল্লিকের সভাপতিত্বে ধর্মসভায় প্রধান বক্তা ছিলেন, কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মান্নান।

মানবেন্দ্র দাশ মানুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এমএস চৌধুরী শুভ, সাদেক হোসেন চৌধুরী, মোহাম্মদ ইউছুপ, ডা. প্রণব চৌধুরী, শিক্ষক প্রণব চক্রবর্তী, দীলিপ দাশ, ছাত্রনেতা জয় দাশ, পিকাশ শীল সাগর, পুলক দাশ, লায়ন স্বপন কুমার দাশ, রণজিত মল্লিক,দুলাল দাশ, ললিত বরণ দাশ, সুলাল দাশ, সাধন চন্দ্র দাশ, অনুপ দাশ, অনুপ সেন, সুদ্বীপ দাশ ছোটন, অজিত দাশ, কানু দত্ত, রূপন চৌধুরী, বিষ্ণু পদ দাশ, নিতাই পদ দাশ, দানেশ দত্ত, রাজু দাশ তুহিন, কাজল চৌধুরী ও চন্দন দাশ।

এর আগে চন্ডী তীর্থ মেধস আশ্রম পরিদর্শন করেন এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী। এসময় তিনি আশ্রম অধ্যÿ বুলবুলানন্দের সাথে সার্বিক খোঁজ খবর নেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.