শিশু ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কেন নয় হাইকোর্টের রুল

0

সিটি নিউজ ডেস্কঃ শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অপরাধের সর্বোচ্চ শাস্তি কেন মৃত্যুদণ্ড দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ রবিবার (১৯ জানুয়ারি) এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাবেয়া ভূইয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

রিট শুনানির এক পর্যায়ে আদালত বলেন, ‘ধর্ষণকারীদের ক্রসফায়ার দেওয়ার বিষয়ে জাতীয় সংসদে যে আলোচনা করা হয়েছে, তা ঠিক হয়নি।

আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন দণ্ডের বিধান রয়েছে। সম্প্রতি ধর্ষণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় সংসদের চলতি অধিবেশনে ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে হত্যার দাবি ওঠে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.