ছোটপুল পুলিশ লাইনের ২৮ শিক্ষানবীশ পুলিশ ডায়রিয়ায় আক্রান্ত

0

সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর হালিশহরের ছোটপুল পুলিশ লাইনের রিক্রুট ২৮ পুলিশ কনস্টেবল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে সীতাকুণ্ড উপজেলার ফৌজদার হাটাস্থ বিআইটিআইডি (বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস) হাসপাতালে।

আজ শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের ছোটপুল পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্যরা খাবার খাওয়ার পর থেকেই পেট ব্যাথা, কারো কারো বমি, পায়খানাসহ সমস্যা দেখা দেয়। কিন্তু এরপর রাতে আবার নিয়মিত খাবার হিসেবে রুটি ও ডাল খান তারা। এরপর একের পর একজন ডায়রিয়ায় আক্রান্ত হতে থাকেন। এভাবে অতিরিক্ত ডায়রিয়া শুরু হওয়ায় মোট ২৮ জন পুলিশ সদস্যকে সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে ভর্তি করানো হয়।

হাসপাতালের ইনফেকশান ডিজিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মামুনুর রশিদ বলেন, শনিবার নগরীর ছোটপুল থেকে আমাদের হাসপাতলে ভর্তি হয়। তারা সন্ধ্যায় ৭ ব্যারেকে মাংসের ঝুল দিয়ে রুটি খাওয়ার পর রাতে ক্লাসে গেল তাদের পেটের ব্যাথা শুরু হয়। এরপর থেকে তারা ডায়রিয়ায় আক্রান্ত হতে থাকে। রাত ১১টা থেকে রাত ১ টার মধ্যে ২৮ জন হাসপাতলে ভর্তি হয়। তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হয়। রবিবার সকালে সবাই সুস্থ্য হয়ে ব্যারেকে ফিরে যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.