কোতোয়ালী থানা প্রাঙ্গনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

0

সিটি নিউজঃ কোতোয়ালী থানা প্রাঙ্গনে  ওপেন হাউস ডে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএমপি, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ।

রবিবার জানুয়ারী/২০ এর পুলিশ ওপেন হাউসডের উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মহসীন, পিপিএম, অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম।

সভায় আরো উপস্থিত ছিলেন  শাহ মোঃ আব্দুর রউফ অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম,  পংকজ বড়ুয়া, অতিঃ উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), দক্ষিণ বিভাগ, সিএমপি, চট্টগ্রাম,  রাইসুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, (চকবাজার জোন অতিরিক্ত দায়িত্বে কোতোয়ালী জোন),সিএমপি, চট্টগ্রাম,  মোঃ সেলিমুর রহমান, পিআই-কোতোয়ালী, সিএমপি, চট্টগ্রাম,  মোঃ কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও সিপিও অফিসার এসআই/সজল কান্তি দাশ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ বেশ কয়েকজন কাউন্সিলর, ১-১৫টি বীটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কোতোয়ালী থানা এলাকার সেবা প্রার্থী প্রায় ৪০০ জন সাধারণ মানুষ।

মোঃ মনজুরুল আলম ভূঞাঁ, এসআই (নিঃ), কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম এর সঞ্চালনায় বিগত ৩ মাস থানা হতে সেবা প্রার্থীদের মধ্য হতে কয়েকজন ব্যক্তি বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বক্তব্য দেন।

তাদের সমস্যা গুলো সমাধানের জন্য উর্দ্ধতন কর্মকর্তাগণ নির্দেশ প্রদান করেন। আবার অনেকে পুলিশের নিকট হতে প্রাপ্ত সেবার ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে সেবার মান আরো বৃদ্ধির জন্য জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন), সিএমপি, চট্টগ্রাম মহোদয় বীট অফিসার ও এলাকার জনগণের সাথে আলোচনা সাপেক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.