চুয়েট ভিসিকে আলোকচিত্র গ্রন্থ প্রদান

0

সিটি নিউজঃ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়কে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দেশ’ একটি সম্মিলিত উচ্চারণ-এর পক্ষ থেকে “ইতিহাস কথা কয় : বাংলাদেশ প্রেক্ষাপট (১৯৭৫-২০১৬)” শীর্ষক আলোকচিত্র গ্রন্থ শুভেচ্ছা স্মারক হিসেবে প্রদান করা হয়েছে।

আজ ২২ জানুয়ারি (বুধবার) দুপুরে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে সংগঠনের কর্ণধার ও গ্রন্থটির সম্পাদক জনাব সাহাবউদ্দিন মজুমদার স্মারক গ্রন্থটি ভাইস চ্যান্সেলর মহোদয়ের হাতে হস্তান্তর করেন। এ সময় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও ছাত্রকল্যাণ উপ-পরিচালক জনাব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক গ্রন্থটিতে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যাকা-ের দুর্লভ ছবি, ২০০১ সালের সাম্প্রদায়িক ও রাজনৈতিক সহিংসতার ছবি, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা, দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে সেনা হত্যাকা-সহ ‘৭৫ পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রায় ৩৬০ টি দুর্লভ ছবি ও সংক্ষিপ্ত ঘটনা বিবরণী স্থান পেয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.