চন্দনাইশে কালেক্টরেট সহকারী সমিতি কর্ম বিরতি 

0

চন্দনাইশ সংবাদদাতাঃ কালেক্টরেট সহকারী সমিতি বাকাস চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতিকরণের প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে কর্ম বিরতি পালন করেন।

আজ বুধবার ২২ জানুয়ারী সকালে উপজেলার অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীদের কর্ম বিরতি পালন করা হয়।

এতে আলোচনায় অংশনেন, দয়াল কান্তি মিত্র, শ্যামল বিশ্বাস, মো.দিদারুল আলম, ছৈয়দ মোছলেহ উদ্দিন, সঞ্জিব কুমার দে, শাহেদ আহমদ প্রমুখ।

বক্তাগন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে এগিয়ে নেয়ার লক্ষ্যকে বাস্তবায়নের জন্য প্রতিটি অফিসের সহকারীগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারই প্রেক্ষিতে সাড়া দেশে ৩য় শ্রেণি কর্মচারীদের যে পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতিকরণের জন্য প্রস্তাব করা হয়েছে তা দ্রুত বাস্তবায়নের জন্য আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.