দক্ষ মানবসম্পদ দেশের কল্যাণ বয়ে আনে- ড.হোসেন জিল্লুর

0

সিটি নিউজ,চন্দনাইশ :  চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের নাগরিক যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল ওয়াহেদ মাহফুজের অর্থায়নে প্রতিষ্ঠিতিব্য ডা. মাহমুদ-মাহফুজ পলিটেকনিক ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর স্থাপণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল ৩ টায় বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আব্দুল ওয়াহেদ মাহফুজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্রাক’র চেয়ারম্যান ও তত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা এবং বানিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

অনিবার্য কারনবশত অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ড.হোসেন জিল্লুর রহমান টেলিকনফারেন্সে বক্তব্যের সময় বলেন, “আমাদের এই অঞ্চলের জন্য কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারিগরি শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে দক্ষ মানবসম্পদ সৃষ্টি করার সুযোগ তৈরী করতে পারলে এটি দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নিজ জন্মস্থানের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে আব্দুল ওয়াহেদ মাহফুজ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপণ করেছেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক সচিব মোহাম্মদ ইমরান বলেন, ভিত্তি প্রস্তর স্থাপণ শেষে পরবর্তী ধাপের কাজগুলো সুচারুভাবে করতে পারলে এই ইনস্টিটিউট পুর্নাঙ্গ পরিণতিতে পৌঁছতে পারবে। মানসম্মত শিক্ষা গুরুত্বপূর্ণ বিষয়, এই অঞ্চলে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা প্রত্যেকেরই দায়িত্ব।”

শিক্ষক মুজিবুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজমুন মাহফুজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভী বাজার পলিটেকনিক কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নুরুল হাকিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুলতান আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ ইমরান, নিউইয়র্কস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি জিয়াউল হক, বরকল ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বরমা ইউ.পি চেয়ারম্যান নুরুল ইসলাম, আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান, এডভোকেট জিনাত সোহানা চৌধুরী, প্রধান শিক্ষক নুরুল কবির চৌধুরী।

বক্তারা বলেন, “কারিগরি শিক্ষা দারিদ্র বিমোচনের হাতিয়ার। কারিগরি শিক্ষা ছাড়া শিল্প বিপ্লবের এই যুগে টিকে থাকা কঠিন। উচ্চ শিক্ষিত বেকার বাংলাদেশে বেশি। সহজে চাকরি পাওয়ার ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের চেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিতদের সুবিধা বেশি। প্রধানমন্ত্রীর দশটি উদ্যোগের মধ্যে কারিগরি শিক্ষা অন্যতম। পাঁচ বছর আগে যেখানে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর হার ছিলো মাত্র দুই শতাংশ, প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় বর্তমানে তা ষোল শতাংশে উন্নীত হয়েছে। এই হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের আধুনিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে কর্মসংস্থান ধরে রাখার জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই। এর মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি হবে এবং শিল্প বিপ্লবের এই যুগে আমরা প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করতে পারবো।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক আবদুস শহীদ মাসউদ, সামশুল আলম চৌধুরী, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, আবুল মনসুর মোঃ হাবিব, প্রফেসর এম. এনামুর রশিদ, প্রফেসর আবুল হাসান, বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জসিম, মুক্তিযোদ্ধা সোলাইমান, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষক সৈয়দ হোসেন, জাফর আহমদ, জাবেদ মোহাম্মদ গাউছ মিল্টন, সাংবাদিক মাষ্টার নুরুল আলম, সাংবাদিক সৈয়দ শিবলী সাদিক কফিল, গোলাম সরওয়ার, মো: ফয়সাল চৌধুরী,মো: কামরুল ইসলাম মোস্তাফা প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.