মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ে গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী

0

শ্যামল রুদ্র, খাগড়াছড়িঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আবারো তিন বিঘা গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনা বাহিনী।

আজ সোমবার ২৭,জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা সেনা জোনের তৈকাতাং ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট নাসিফ হোসেনের নেতৃত্বে উপজেলার দুর্গম হিলছড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর আগে গত শনিবার উপজেলার কাপপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে আরোও এক বিঘা জমির গাঁজা ধ্বংস করে নিরাপত্তা বাহিনী। এসময় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পরিবার-পরিজন নিয়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে গাঁজা চাষীরা। ধারনা করা হচ্ছে, ওই এলাকার আশপাশে আরো গাঁজা চাষ হয়ে থাকতে পারে।

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পাহাড়ের একটি সন্ত্রাসী সংগঠনের ছত্র ছায়ায় খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে নিষিদ্ধ গাঁজা চাষ করছে একটি মহল। লোক চক্ষুর আড়াল করতেই গাঁজা চাষের জন্য দুর্গম পাহাড়ি এলাকাকে বেছে নেওয়া হয়েছে, এবং সাধারন পাহাড়ীদের গাঁজা চাষে বাধ্য করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.