বিএনপির সুরে কথা বলছেন ইসি মাহবুব তালুকদারঃ কাদের

0

সিটি নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিএনপির সুরে আজগুবি ও উদ্ভট কথা বলছেন।

আহ সোমবার (২৭ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

রাজধানীর গোপীবাগে প্রচারণার সময় সংঘর্ষের ঘটনায় দোষীদের খুঁজে বের করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন কাদের। তিনি বলেন, ‘বিএনপিরা বিদেশি রাষ্ট্রদূতকেও বোঝাতে চাইছে আক্রমণটা আওয়ামী লীগের পক্ষ থেকে হয়েছে।’

মাহবুব তালুকদারের বক্তব্যের বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এটি নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ বিষয়। সেখানে একজন কমিশনার ভিন্নমত পোষণ করতেই পারেন। কিন্তু তিনি (মাহবুব তালুকদার) কথায় কথায় যেভাবে তাদের ঘরের বিষয়, অভ্যন্তরীণ প্রক্রিয়া বাইরে নিয়ে আসছেন, সেটা অবশ্যই সমর্থনযোগ্য নয়।’

উল্লেখ্য, গতকাল নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন, নির্বাচন কমিশনে সমন্বয় ও লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.