রাউজানে চাকা পাঞ্চার হয়ে বাস উল্টে নিহত ২, আহত ২৫

0

রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী পিংক সিটি-২ এলাকায় একটি বাস খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কাপ্তাইগামী একটি বাসে এ ঘটনা ঘটে বলে জানান ঘটনাস্থলে থাকা রাউজান ফায়ার স্টেশনের কর্মকর্তা লিটন হাওলাদার।

নিহতরা হলেন, রাঙ্গুনিয়া শিলক ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল মালেকের স্ত্রী জাহানারা বেগম (৫৫) গাড়ি চালকের সহকারি ইমাম হোসেন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-জ ৬০ নম্বর লোকাল বাসটি রাউজান পিংক সিটি সংলগ্ন বদুপাড়া এলাকায় চাকা পাংচার হয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জন।গুরুতর আশংকাজনক অবস্থায় ৬ জনকে চমেক হাসপাতালে নেয়া হয়েছে।

তবে আহত যাত্রী চুয়েটের মেকানিক্যাল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাদিয়া মাহজাবীনসহ অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.