প্রফেসর প্রদীপ চক্রবর্তী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান 

0

সিটি নিউজঃ প্রফেসর প্রদীপ চক্রবর্তী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান হলেন । তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারায়।

তিনি ১৯৭৭ সালে আনোয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ১৯৭৯ সালে হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

প্রফেসর প্রদীপ চক্রবর্তী ৭ম বাংলাদেশ সিভির সার্ভিস (বিসিএস) শিক্ষা বিভাগে সুপারিশপ্রাপ্ত হয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজে যোগদান করেন। পরে চট্টগ্রাম কলেজ ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, রাঙ্গামাটি কলেজ ও সাতকানিয়া সরকারি কলেজে শিক্ষকতা করেন।

তিনি চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষও ছিলেন। সর্বশেষ তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) বোর্ড, চট্টগ্রামের পরিচালক ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.