হ্যালো ওসি

0

সিটি নিউজঃ পুলিশ সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে জনগণের অভিযোগ অনুযোগ নিজে শুনে ব্যবস্থা গ্রহণ করছেন থানার ওসি। কোতোয়ালী থানার সিআরবি ফাঁড়ী এলাকার গোয়ালপাড়া শহীদ মিনার মোড়ে ‘হ্যালো ওসি’ নামে তেমনই একটি অনুষ্ঠানের আয়োজন করলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) গোয়ালপাড়া শহীদ মিনার এলাকায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ নিজের কার্যক্রম পরিচালনা করেন। উক্ত অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক এলাকার জনগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রায় ২০ জন সেবা প্রার্থী তাদের সমস্যার কথা হ্যালো ওসি বুথে অফিসার ইনচার্জের নিকট জানান এবং অফিসার ইনচার্জ সাহেব দ্রুত সমাধানের ব্যবস্থা নেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক পার্কার, স্ট্রেটেজিক কমিউনিকেশন এডভাইজার, তানিক মুনির প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, শবনম মুনির, স্ট্রেটেজিক কমিউনিকেশন এসিস্ট্যান্ট, ডিপার্টমেন্ট অব জাস্টিস, ইউএস এ্যাম্বাসি ঢাকা, জনাব শাহ মোঃ আব্দুর রউফ অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম, জনাব পংকজ বড়ুয়া, অতিঃ উপ-পুলিশ কমিশনার প্রশাসন (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম, জনাব নোবেল চাকমা, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), সিএমপি, চট্টগ্রাম, এসআই (নিঃ)/জনাব মোঃ কামাল হোসেন খান, ১০নং বীটের সভাপতি, সেক্রেটারী সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মাইক পার্কার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানান এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহসীন পিপিএম (বার) কে হ্যালো ওসি অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান। তিনি সাধারণ জনগণকে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শন দেন। তিনি ইভটিজিং বন্ধ এবং মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য আহ্বান জানান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে জনাব শাহ মোঃ আব্দুর রউফ অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে হ্যালো ওসি অনুষ্ঠান শেষ হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.