আনোয়ারায় বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

0

আনোয়ারা প্রতিনিধিঃ আনোয়ারায় বন্য হাতির আক্রমণে দেবী রাণী দে (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামের হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারী স্থানীয় পল্লী চিকিৎসক অরুণ কান্তি দের স্ত্রী।

ঘটনার প্রত্যক্ষ দর্শী পিংকি দে জানান, দেয়াং পাহাড়ের কেইপিজেড এলাকায় অবস্থান নেওয়াহাতির দল হঠাৎ নেমে আসে লোকালয়ে। সেখানে বাড়িঘর ভাংচুর শুরু করলে এলাকার লোকজন আগুন জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। হাতির দল চলে যাওয়ার সময় ঘর থেকে বের হতেই হাতির সামনে পড়ে দেবী রাণী। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি মারা যান।

বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান বলেন, বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ওই নারী ঘটনা স্থলেই মারা যান। এছাড়া হাতির দল ওই এলাকার অনেক ঘরবাড়ি ভেঙে ফেলেছে।

অসহায়ত্ব প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, বন্য হাতির আক্রমণে একের পর এক মানুষ মারা যাচ্ছেন। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.